একই দলে খেলতে যাচ্ছেন মেসি-রোনালদো?

ঘনিয়ে আসছে ফিফা ক্লাব বিশ্বকাপ। বিশাল কলেবরে এবারই প্রথম ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ। আগামী ১৫ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে মাসব্যাপী টুর্নামেন্ট। যা নিয়ে বড় পরিকল্পনা আছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার।
আসন্ন ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে এক দলে দেখতে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইউটিউবার স্পিডের শো আইশোস্পিডে এমন প্রত্যাশার কথা জানান তিনি।
ইনফান্তিনো বলেন, ‘মেসি-রোনালদোকে এক দলে খেলতে দেখলে ভীষণ ভালো লাগবে। ভাবুন তো, ক্লাব বিশ্বকাপে দুজন একই দলে খেলছে। এটা হবে খুবই বিশেষ একটা ব্যাপার।’
ক্লাব বিশ্বকাপে খেলার কোনো সম্ভাবনা আপাতত নেই রোনালদোর। সিআরসেভেনের ক্লাব আল-নাসের উঠতে পারেনি টুর্নামেন্টে। সৌদি প্রো লিগ থেকে খেলবে কেবল আল-হিলাল। মেসির ইন্টার মায়ামি খেলবে আয়োজক দেশের ক্লাব হিসেবে। গুঞ্জন চলছে, মায়ামিতে যোগ দিতে পারেন রোনালদো। এছাড়া ক্লাব বিশ্বকাপের আগে তাকে কোনো একটা দল কিনতে পারে, যারা টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এমন ইঙ্গিত দিয়েছেন খোদ ফিফা সভাপতি।
আগামী ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। আট গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে ৩২টি দল। মোট ম্যাচ সংখ্যা ৬৩টি।