উত্তপ্ত মঞ্চে বাঁচা-মরার লড়াই ইরান-যুক্তরাষ্ট্রের

কাতার বিশ্বকাপে 'বি' গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের রাজনৈতিক উত্তাপ ম্যাচ শুরুর আগেই সরগরম রাখছে আলোচনার টেবিল।
ঐতিহাসিকভাবেই দুই দেশ বিশ্ব রাজনীতিতে আলোচিত। আজ আবার আলোচনায় গ্রুপ পর্বের অলিখিত ফাইনাল নিয়ে।
নিজেদের ইতিহাসের অন্যতম সেরা দল নিয়ে বিশ্বকাপে এসেছে যুক্তরাষ্ট্র। বাছাইপর্বে তৃতীয় হয়ে বিশ্বকাপে আসে। এখন দাঁড়িয়ে আছে গ্রুপ পর্বের শেষ পর্যায়ে, যেখানে জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ নেই। পা হড়কালেই বিদায় ঘন্টা বাজবে!
'বি' গ্রুপে প্রথম দুই ম্যাচে ড্র করেছে আমেরিকানরা। ওয়েলসের সঙ্গে ১-১ ও ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্রতে তাদের পয়েন্ট দুই। চার পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড, তিন পয়েন্ট নিয়ে ইরান দুইয়ে। তাই আজকের ম্যাচটা বাঁচা-মরার। মার্কিন মিডফিল্ডার জিও রেইনা বলেন, "আমরা আসলে জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। শুধু জানি, জিততে হবে যেকোনো মূল্যে। তিন পয়েন্ট দরকার আমাদের।"
অপরদিকে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-২ গোলে বিধ্বস্ত হওয়া ইরান ঘুরে দাঁড়ায় ওয়েলসের বিপক্ষে। তুলে নেয় ২-০ গোলের জয়। জন্ম দেয় অঘটনের। তাই আজ ছাড় দেবে না তারাও। ইরানের আক্রমণভাগের প্রাণ মেহদি তারেমি আজ বাজির ঘোড়া কোচ কার্লোস কুইরোজের।
মাঠের বাইরের নানান ইস্যুতে উত্তপ্ত হয়ে আছে সবুজ ঘাসের কড়াই। সেখানে নামতে মুখিয়ে দুই দল। ঝাঁঝালে এক আবহের মাঝেই মঞ্চস্থ হতে চলেছে তর্কাতীতভাবে চলতি বিশ্বকাপের সবচেয়ে গরম ম্যাচটি।