এবার সংবাদ সম্মেলনে বিয়ারের বোতল সরিয়ে দিলেন পগবা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/06/16/pogba.jpg)
একদিন আগেই সংবাদ সম্মেলনে এসে কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার ওই কাণ্ডে প্রায় ৫০০ কোটি ডলার খুইয়েছে কোমল পানীয় প্রস্তুতকারক কোম্পানিটি। রোনালদোর পর এবার অনেকটা একই ঘটনার পুনরাবৃত্তি করলেন ফরাসি তারকা পল পগবা। সংবাদ সম্মেলনে এসে বিয়ারের বোতল সরিয়ে দিয়েছেন এই ফরাসি তারকা।
সেভেন নিউজের খবর অনুযায়ী, রোনালদোর কোকের বোতল সরিয়ে দেওয়ার ঘটনার ২৪ ঘণ্টার মাথায় প্রায় একই কাজ করেন পগবা। গতকাল মঙ্গলবার রাতে জার্মানির বিপক্ষে সংবাদ সম্মেলনে এসে, হেইনেকেনের বিয়ারের বোতল সরিয়ে দিয়েছেন। তাঁর বিয়ারের বোতল সরিয়ে নেওয়ার ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলনে পগবার সামনে টেবিলের ওপর রাখা ছিল দুটি কোকের বোতল, একটি হেইনেকেন বিয়ারের বোতল এবং একটি পানির বোতল। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব শুরুর আগেই সেখান থেকে বিয়ারের বোতলটি সরিয়ে নিচে নামিয়ে রাখেন ফরাসি তারকা।
আগের দিন রোনালদো কোকের বোতল সরিয়ে পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন। পগবা অবশ্য কিছু বলেননি। বিয়ারের বোতল সরিয়ে প্রশ্নোত্তর পর্ব শুরু করেন তিনি। পগবার এই কাণ্ডে এরই মধ্যে বিয়ারের প্রতিষ্ঠানটির ১০০ মিলিয়ন ডলার লস হয়েছে বলে ধারণা করছে সেভেন নিউজ।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল মঙ্গলবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ইউরোপিয়ান এই প্রতিযোগিতায় প্রথমবার নিজেদের প্রথম ম্যাচে হারল জার্মানি। প্রতিপক্ষের ভুলে কোনোমতে জয় নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করল গত আসরের বিশ্বচ্যাম্পিয়নরা।