এমপিএলের ফাইনালে থান্ডার ও রাইডার্স

ময়মনসিংহে ১০০ বলের টুর্নামেন্ট ওয়ালটন এমপিএলের ফাইনালে উঠেছে ময়মনসিংহ থান্ডার ও ময়মনসিংহ রাইডার্স। আগামীকাল শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে দুই দল। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমএমসিএ) টুর্নামেন্টের আয়োজন করে।
আজ বৃহস্পতিবার দিনের প্রথম সেমিফাইনালে ময়মনসিংহ ঈগলসকে সাত উইকেটে হারিয়েছে ময়মনসিংহ থান্ডার। টসে হেরে আগে ব্যাট করে ময়মনসিংহ ঈগলস। সৈকত আলী ও ইলিয়াস সানি জুটিবেঁধে দলকে বড় স্কোর গড়ে দেন। ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন মুন। সাত উইকেট ১৫৯ রান করে ঈগলস। মুন ৪৮ রানে অপরাজিত ছিলেন। তিন উইকেট নেন শুভাগত হোম। জবাবে সামি (৬৫) ও তৌহিদ হৃদয়ের (৪৬) চমৎকার দুটি ইনিংসে ভর করে ছয় বল আগেই ম্যাচ জিতে নেয় থান্ডার। ম্যাচসেরা হন সামি।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ সিক্সার্সকে পাঁচ উইকেটে হারিয়েছে ময়মনসিংহ রাইডার্স। টস জিতে আগে ব্যাট করে সিক্সার্স ছয় উইকেটে ১০৪ রান করে। সর্বোচ্চ ৪৭ রান করেন সান। জবাবে ফাহিমের ২১ রানে ভর করে সাত বল আগেই জয় পায় রাইডার্স। ম্যাচসেরা হন ফাহিম।
প্রধান অতিথি হিসেবে ফাইনালে পুরস্কার বিতরণ করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদ, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার আহমার উজ্জামান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ময়মনসিংহ মাস্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ পান্ডে।
টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন। পাওয়ারড বাই ফাস্ট ওয়াশ। কো স্পন্সর হিসেবে থাকছে ক্লিয়ার ইট হ্যান্ড স্যানিটাইজার, জেলা পরিষদ ময়মনসিংহ ও আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ।