করোনাভাইরাসে এক বছর পেছাল ইউরো

লা লিগা থেকে শুরু করে সব ধরনের ফুটবল এখন বন্ধ। হচ্ছে না ক্রিকেটও। করোনাভাইরাসের দাপটে ক্রীড়াঙ্গনে এখন কেবলই দুঃসংবাদ। এবার দুঃসংবাদ দিল ইউরোপিয়ান ফুটবল সংস্থা (উয়েফা)। চলতি বছর অনুষ্ঠিত হচ্ছে না ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ।
আগামী বছর অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় এই আসর। আজ মঙ্গলবার এক জরুরি বৈঠক করে উয়েফা ওই তথ্য জানিয়েছে।
চলতি বছর ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত ইউরোপের মোট ১২টি শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্বকাপ ফুটবলের পর জনপ্রিয় এই আসরের। কিন্তু করোনাভাইরাসের কবলে একে একে বন্ধ হয়েছে সব খেলা। আগামী বছর ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত একই ভেন্যুতে ইউরো আয়োজনের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সপ্তাহ জুড়ে এ টুর্নামেন্টের ভাগ্য নিয়ে অনেক আলোচনা হয়েছে। তারই প্রেক্ষিতে নিজেদের ৫৫ সদস্যের মধ্যে ভিডিও কনফারেন্সের পর আগামী বছর ইউরো পিছিয়ে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানায় উয়েফা। ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত আসরটি হবে।
ইউরো পিছিয়ে যাওয়ায় আগামী বছরের জুন ও জুলাইতে অনুষ্ঠেয় অন্য আন্তর্জাতিক টুর্নামেন্টেগুলোর ভবিষ্যত সঙ্কটে পড়ে যাবে। নেশনস লিগ, অনুর্ধ্ব ২১ চ্যাম্পিয়নশিপ ও প্রথম বিশ্ব ক্লাব কাপ কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা।