করোনায় আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ালেন পগবা

করোনাভাইরাসে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা পল পগবা। ইউনিসেফের মাধ্যমে করোনাভাইরাস আক্রান্ত শিশুদের চিকিৎসায় সাহায্য করতে সোশ্যাল নেটওয়ার্কে তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
গত ১৫ মার্চ ছিল পগবার জন্মদিন। আর জন্মদিনেই করোনায় আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
নিজের ২৭তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে পগবা লিখেছেন, ‘আজ আমার জন্মদিন। আমি নিজে, আমার পরিবার ও বন্ধুরা সুস্থ আছি ভেবে ভালো লাগছে। কিন্তু এ মুহূর্তে বিশ্বের সবাই সুস্থ নেই। করোনাভাইরাস মহামারি আকারে শিশুসহ অনেকের স্বাস্থ্য ও জীবনকে বিষিয়ে তুলছে। প্রাণঘাতি ভাইরাসের এই সংক্রমণ ভয়াবহ, বিশেষ করে দরিদ্র মানুষ ও শিশুদের ওপর।’
পগবা আরো লিখেছেন, ‘ইউনিসেফ গুরুত্বপূর্ণ চিকিৎসা সরবরাহের মাধ্যমে, বিভিন্ন পরামর্শ এবং প্রতিরোধ অভিযানগুলো বাস্তবায়নের মাধ্যমে করোনাভাইরাসকে ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে সহায়তা করছে। এ রকম সময়ে আমাদের একত্রিত হওয়া প্রয়োজন। এ ভাইরাসের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে হবে। আমি আজ এ যুদ্ধে লড়াইয়ের জন্য ২৭ হাজার ডলার দিচ্ছি। লক্ষ্যপূরণ হলে সমপরিমাণ অর্থ আবার দেব।’
তহবিলে জমা হওয়া অর্থ দিয়ে স্বাস্থ্যকর্মীদের জন্য গ্লাভস, সার্জিকাল মাস্ক এবং বিশেষ প্রতিরোধী চশমা কেনা হবে বলে পগবা জানিয়েছেন।
আড়াই মাসে মহামারির আকার পাওয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বের ১৬৮টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা এক লাখ ৮২ হাজার ৪৪ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাত হাজার। তবে এত দিন মৃত্যুর খাতায় কোনো ফুটবলসংশ্লিষ্ট কারো নাম ছিল না। গতকাল স্পেনের মালাগা অঞ্চলের অ্যাথলেটিকো পোর্তাদা আলতার জুনিয়র দলের কোচ ফ্রান্সিসকো গার্সিয়ার মৃত্যুর মধ্য দিয়ে করোনায় ফুটবল অঙ্গনের প্রথম কোনো ব্যক্তির প্রাণহানি হয়।