করোনা নিয়ে মুশফিকের বার্তা

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এরই মধ্যে গতকাল বুধবার করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তারপরও তো জীবনযাত্রা থেমে নেই। পেশাগত কারণে প্রতিদিনই বের হতে হচ্ছে বাংলাদেশের মানুষদের। এর মধ্যেই করোনায় সতর্ক থাকতে ভক্তদের উদ্দেশে কিছু পরামর্শ দিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় মুশফিক বলেন, ‘আমি বাসায় আছি। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে আপনারা যতদূর সম্ভব জনসমাগম এড়িয়ে চলুন। বাসায় থাকার চেষ্টা করুন। নিজে সুস্থ থাকুন, অন্যকেও সহযোগিতা করুন। আমি মুশফিকুর রহিম বলছি। বিশ্বের অধিকাংশ দেশ এখন করোনাভাইরাসে আক্রান্ত। করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ। বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন দেশের ঘরোয়া ও আন্তর্জাতিক সব খেলাধুলা। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসে আক্রান্ত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যুও হয়েছে।’
মুশফিক আরো বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক. ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। হাত ঘনঘন সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। দুই. সামাজিক দূরত্ব বজায় রাখা। অর্থাৎ, খুব জরুরি না হলে ভিড় বা জনসমাগম এড়িয়ে চলা।’
এ ছাড়া বিদেশ থেকে ফেরা নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়ে মুশফিক বলেন, ‘বিদেশ থেকে আসা ভাইবোনদের প্রতি একটি অনুরোধ। আপনারা নিজের পরিবার ও দেশের সবার সুস্থতার জন্য কমপক্ষে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকুন। মনে রাখবেন, আপনি শুধু আপনার জন্য নয়, আপনার সন্তান, পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী এবং দেশের সব মানুষের জন্য নিজেকে সচেতন রাখবেন। আর দয়া করে, এখন কেউ বাইরে একসঙ্গে ঘুরতে বের হবেন না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য নিয়েও সতর্ক থাকতে বলেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান, ‘এ সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেকোনো তথ্যের বিষয়ে সচেতন থাকুন। অনেকেই বিভিন্নভাবে ভুল অথবা মিথ্যা তথ্য ছড়াতে পারে। গুজবে কান দেবেন না। আমি নিজের ও পরিবারের সচেতনতার জন্য এখন বাসায় অবস্থান করছি। খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছি না। যতটুকু সম্ভব সচেতন থাকার চেষ্টা করছি। নিজে সুস্থ থাকুন এবং অন্যকেও সুস্থ থাকতে সহযোগিতা করুন। মনে রাখবেন, আমার হাতেই আমার সুরক্ষা।’
এদিকে বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব ক্রীড়াঙ্গনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। একের পর এক স্থগিত হয়ে গেছে বিশ্বের সব বড় টুর্নামেন্ট। এর মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে চলে গেছেন স্প্যানিশ ফুটবল কোচ ফ্রান্সিসকো গার্সিয়া। মাত্র ২১ বছর বয়সে মারা যান তরুণ এ ফুটবল কোচ। করোনাভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন গার্সিয়া। হাসপাতালে ভর্তি হওয়ার পর জানতে পারেন লিউকেমিয়া রোগেও আক্রান্ত ছিলেন তিনি। স্পেনের মালাগা অঞ্চলের অ্যাথলেটিকো পোর্তাদা আলতার জুনিয়র দলের কোচ ছিলেন গার্সিয়া। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন ক্লাবের সভাপতি পেপ বুয়েনো।
আড়াই মাসে মহামারির আকার পাওয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের ১৭৩টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৯ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজ। করোনায় মৃতের সংখ্যা পৌঁছে গেছে আট হাজার ৯২৫ জনে।