কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ বিসিসিআইয়ের

করোনাভাইরাসে আক্রান্তের শঙ্কায় মুম্বাইয়ে নিজেদের সদর দপ্তর একরকম বন্ধই করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে বিসিসিআই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘বোর্ড কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে। অবশ্য যদি কেউ স্বেচ্ছায় কাজে যেতে চান, তিনি যেতে পারেন।’
গত শুক্রবার বিসিসিআই আইপিএল সহ দেশটির সব ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত করেছে।
ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৫২ জন। এর মধ্যে মারা গেছেন ৩ জন। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা এক লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। সাত হাজারেরও বেশি মানুষ মারা গেছে।
এদিকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরাও টুর্নামেন্টের ট্রেনিং ক্যাম্প বাতিল করা শুরু করেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এক টুইটে বার্তায় জানিয়েছে, ‘দলের সঙ্গে যুক্ত সবার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আগামী ২১ মার্চ থেকে ট্রেনিং ক্যাম্প বাতিল করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশ মেনে চলতে সবাইকে অনুরোধ করছি।’
বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী গত শনিবার ইঙ্গিত দিয়েছিলেন, যদি পরিস্থিতির উন্নতি হয়, তবে ১৫ এপ্রিলের পর আইপিএল ছোট সংস্করণের কথা ভাবা যেতে পারে। সে ক্ষেত্রে আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেরতে পারে।