ঘুরে দাঁড়িয়ে পিএসজিকে হারাল ম্যানসিটি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/25/fe_l9elwyake1g0.jpg)
শুরুতে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারল না পিএসজি। ঘুরে দাঁড়িয়ে পরপর দুবার পিএসজির জালে বল পাঠায় ম্যানচেস্টার সিটি। ফলে শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয় মেসি-এমবাপ্পেদের। শেষের রোমাঞ্চে পিএসজিকে হারিয়ে শেষ ষোলোতে উঠল পেপ গার্দিওলার দল।
ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ফিরতি লেগের ম্যাচে গতকাল রাতে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ের মাধ্যমে গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে পা রাখল ইংলিশ চ্যাম্পিয়নেরা।
দলের জয়ের ম্যাচে ৬৩ মিনিটে গোল করেছেন রাহিম স্টার্লিং এবং ৭৬ মিনিটে জয়সূচক গোলটি করেছেন গাব্রিয়েল জেসুস। আর পিএসজির হয়ে একমাত্র গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে। এর আগে প্রথম লেগে ম্যানসিটির কাছে জিতেছিল পিএসজি। কিন্তু, এবার প্রতিপক্ষের মাঠে পারল না জয় নিয়ে মাঠ ছাড়তে।
অবশ্য কাল হেরে গেলেও নকআউট পর্বে উঠেছে পিএসজি। দিনের অন্য ম্যাচে ক্লাব ব্রুজকে ৫-০ গোলে হারিয়ে দিয়েছে লাইপজিগ। ফলে, পিএসজির নকআউটে ওঠার সমীকরণ সহজ হয়ে গেছে। মোট পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠেছে ম্যানসিটি।
অন্যদিকে, দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত হয়েছে পিএসজির। পরের দুই স্থানে থাকা লাইপজিগের পয়েন্ট ৪ এবং ক্লাব ব্রুজেরও সমান ৪ পয়েন্ট।