জাতীয় দল নয়, আবার একাডেমির কোচ হচ্ছেন দ্রাবিড়
বেশ কিছুদিন ধরেই জনশ্রুতি শোনা যাচ্ছিল ভারতীয় জাতীয় দলের কোচ হতে পারেন রাহুল দ্রাবিড়। রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হাওয়ার পরই তিনি দায়িত্ব নিতে পারেন। না, তা হচ্ছে না। এখনই ভারতীয় সিনিয়র দলের কোচ হিসেবে দ্রাবিড়কে দেখা যাচ্ছে না।
ভারতীয় জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) কোচের পদে আবার আবেদন করেছেন দ্রাবিড়। এই পদে আর কেউ আবেদন করেননি। তাই আরও একবার দেশটির ক্রিকেট একাডেমির কোচ হচ্ছেন তিনি তা ধরেই নেওয়া যায়।
ইনসাইড স্পোর্টসের খবরে জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ভারতীয় দলের কোচ ছিলেন দ্রাবিড়। এর পর থেকেই আলোচনা জোরাল হয়েছিল।
এদিকে সম্প্রতি ভারতীয় জাতীয় ক্রিকেট একাডেমির কোচ পদের জন্য বিজ্ঞপ্তি জারি করে বিসিসিআই। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দ্রাবিড় ছাড়া কেউ আবেদন করেননি।