তিক্ততা নিয়ে পিএসজি ছাড়ছেন মেসি

মৌসুম শেষে লিওনেল মেসি পিএসজি ছাড়বেন, তা নিয়ে খুব বেশি সন্দেহ ছিল না কারো। বরং কৌতূহলের জায়গা জুড়ে ছিল কোথায় যাবেন তিনি! একদিকে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি, অন্যদিকে সৌদি আরবের আল-হিলালের ইঁদুর দৌড়। মেসিকে পেতে কত টাকা খরচ করতে পারবে তারা, সেই প্রশ্নের উত্তর হলো মেসি যত চায়! শুরু থেকেই এগিয়ে ছিল আল-হিলাল।
গত কয়েকদিনে মেসির গতিবিধি অনেকটাই নিশ্চিত করেছে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের পরবর্তী গন্তব্য হতে চলেছে আল-হিলাল। সেটি আরেকটু নিশ্চয়তা পেল বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফেব্রিজিয়ো রোমানোর পোস্টে।
আজ বুধবার (৩ মে) রোমানো তার পেসবুক ভেরিফায়েড পেজে মেসির পিএসজি ছাড়া নিয়ে একটি পোস্ট করেন। তাতে কয়েকটি বিষয় তুলে ধরেন রোমানো। রোমানো লেখেন, ‘কোনো সন্দেহ নেই মৌসুম শেষে মেসি পিএসজি ছাড়ছেন। এই বিষয়ে মেসির বাবা হোর্হে মেসি এক মাস আগেই পিএসজি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে।’
সৌদি পর্যটনের শুভেচ্ছাদূত মেসি এখন সপরিবারে আছেন মরুর দেশটিতে। সেখানে সময়টা যে বেশ উপভোগ করছেন তিনি, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার নিয়মিত পোস্ট করা ছবিতেই তা বোঝা যায়। মেসি যখন সৌদিতে, পিএসজি তখন দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে তাকে। কারণ, ক্লাবকে না জানিয়েই সৌদিতে পাড়ি জমান বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা।
চলতি মৌসুম শেষেই মেসির সঙ্গে চুক্তি শেষ হবে পিএসজির। এরই মধ্যে সম্পর্কে দেখা দিয়েছে তিক্ততা। মেসিও ক্লাবের অনুমতির তোয়াক্কা না করেই ঘুরতে চলে গেলেন মরুর দেশে। সব মিলিয়ে দুইয়ে দুইয়ে চার এমনিতেই মিলতে শুরু করেছিল। রোমানোর পোস্ট সেই অঙ্ক আরেকটু সহজ করে দিল।