দুই সেঞ্চুরিয়ানে মুগ্ধ বাংলাদেশ কোচ

দিনের শুরুটা যেভাবে হয়েছিল তাতে আতঙ্ক ছাড়া কিছু ছিল না। চোখের পলক না পড়তেই পড়ছিল বাংলাদেশের উইকেট। ব্যাটারদের আশা-যাওয়ার মিছিলে প্রথম সেশন টিকবে কি না, সেটাই হয়ে দাঁড়ায় চ্যালেঞ্জ। সেখান দলকে উদ্ধার করলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দুজনের রেকর্ড জুটিতে অবশেষে স্বস্তিতেই দিন পার করল বাংলাদেশ।
নান্দনিক ব্যাটিংয়ে দিনের আড়াই সেশন আধিপত্য দেখান মুশফিক ও লিটন। তাঁদের দুজনের ব্যাটিং দেখে রীতিমতো মুগ্ধ বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সেই খুশির কথাই শোনালেন বাংলাদেশ কোচ।
এ ব্যাপারে ডমিঙ্গো বলেন, ‘দুজনের জুটি দারুণ ছিল। কোচ হিসেবে টেস্ট ক্রিকেটে আমার দেখা অন্যতম সেরা জুটি এটি। ২৪ রানে ৫ উইকেট পড়ার পর অনেক চাপ ছিল। দারুণ লড়াই করেছে দুজন।’
এর পর দিনের শুরুর ব্যর্থতা টেনে কোচ বলেন, ‘দিনের শুরুতে আমাদের শুরুটা ভালো হয়নি। শটগুলো বাজে ছিল। ওদের বোলারদের ভালো কিছু ডেলিভারিও ছিল। তবে দারুণ দক্ষতায় তারা দুজন শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছে আমাদের।’
আজ সোমবার টেস্টের প্রথম দিনের শুরুতে ২৪ রানে ৫ উইকেট হারানোর পর শেষ পর্যন্ত মুশফিক-লিটনের ব্যাটে স্বস্তি খুঁজে পেয়েছে বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান। ১৩৫ রানে অপরাজিত লিটন, সঙ্গে ১১৫ রানে আছেন মুশফিকুর রহিম।
আজ প্রথম ঘণ্টার ধাক্কা সামলে নিয়েই জুটি গড়েন দুই সেঞ্চুরিয়ান মুশফিক ও লিটন দাস। দুজন মিলে ষষ্ঠ উইকেটে গড়েন রেকর্ড জুটি, ভাঙেন ১৫ বছর আগের রেকর্ড। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পি সারা ওভারে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ১৯১ রানের জুটি গড়েছিলেন মুশফিক। এতদিন পর্যন্ত ষষ্ঠ উইকেটে এটাই ছিল বাংলাদেশের সর্বোচ্চ জুটি। এই শ্রীলঙ্কার বিপক্ষেই আজ সেই ১৫ বছর আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের জন্ম দেন লিটন-মুশফিক।