দুর্দান্ত গোলে ম্যারাডোনার পাশে মেসি

২১ ম্যাচে আট গোল! ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এই কীর্তি কেবল গড়েছিলেন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। এবার এই তালিকায় ম্যারাডোনার পাশে বসলেন লিওনেল মেসি। মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত গোল করে ম্যারাডোনাকে স্পর্শ করলেন আর্জেন্টাইন অধিনায়ক।
তবে গোল করাতে মেসির চেয়ে বেশি সহায়তা করেছেন ম্যারাডোনা। ২১ ম্যাচে ম্যারাডোনা করিয়েছিলেন ৭ গোল, মেসি করিয়েছেন ৫টি।
শনিবার দিবাগত রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে গোল করে কিংবদন্তি ম্যারাডোনার পাশে নিজের নাম লেখান মেসি। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের বয়স তখন ৬৪ মিনিট। ডান দিক থেকে মেসি বল বাড়ান ডি মারিয়া। নিজের দৃঢ়তায় বল নিয়ে প্রতিপক্ষের ডি বক্সের সামনে যান মেসি। ডি বক্সের বাইরে থেকে মাটি গড়ানো নিচু শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন অধিনায়ক। আর মাত্র একটি গোল পেলে ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবেন মেসি।
১৯৮২, ১৯৮৬, ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে মিলে ২১ ম্যাচ খেলেছেন ম্যারাডোনা। মেসি খেলছেন একটি বেশি— ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপ।
এ ছাড়া আগামী ৩০ নভেম্বর রাত ১টায় পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই বিশ্বকাপে ম্যাচ খেলার পরিসংখ্যানেও ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবেন মেসি।
এর আগে কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে তিনি গড়েছেন সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপে খেলার কীর্তি। সৌদির বিপক্ষে দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন মেসি।