পাকিস্তানকে ডুবিয়ে ক্ষমা চাইলেন শাদাব খান

ক্যাচ মিস তো ম্যাচ মিস—ক্রিকেটে এই বাক্যটি খুবই পরিচিত। গতকাল রোববার এশিয়া কাপের ফাইনালেও ঘটল তাই। শ্রীলঙ্কার ভিত গড়ে দেওয়া ভানুকা রাজাপাকসেকে ক্যাচ মিস করে জীবন দেন শাদাব খান। যার খেসারত দিতে হলো পুরো পাকিস্তান ক্রিকেট দলকে। শ্রীলঙ্কার কাছে হার নিয়ে ফাইনাল মঞ্চ থেকে বিদায় নিতে হয় পাকিস্তানকে।
পাকিস্তানকে ডোবানো শাদাব নিজের ভুলের দায় নিয়েছেন। হারের জন্য নিজেকে দায়ী করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন এই অলরাউন্ডার।
টুইট বার্তায় ক্ষমা চেয়ে শাদাব লিখেছেন, ‘ক্যাচই ম্যাচ জেতায়। দুঃখিত, আমি এই হারের দায় নিচ্ছি। আমি আমার দলকে ডুবিয়েছি। দলের ইতিবাচক দিক হলো, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ নেওয়াজ এবং পুরো বোলিং আক্রমণ ছিল দারুণ। মোহাম্মদ রিজওয়ান কঠিন লড়াই করেছে। পুরো দল তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। শ্রীলঙ্কাকে অভিনন্দন।’
দুবাইতে শিরোপার লড়াইয়ে দারুণ শুরু করে পাকিস্তান। দাপুটে বোলিংয়ে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার নাড়িয়ে দেয় তারা। কিন্তু শেষ দিকে শাদাব খানের ক্যাচ মিসে পাল্টে যায় দৃশ্যপট। ৫৮ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কা রাজাপাকসের ব্যাটে পায় ১৭০ রানের কঠিন পুঁজি। যা দিয়ে জয়ের পথ পেয়ে যায় লঙ্কানরা।
গতকাল রোববার রাতে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ব্যাট হাতে ৭১ রানের ইনিংসে জয়ের ভিত গড়ে দেওয়া ভানুকা রাজাপাকসে হয়েছেন ফাইনাল সেরা।
এই নিয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুললো শ্রীলঙ্কা। এশিয়া কাপের ফাইনাল মঞ্চে ২০১৪ সালেও মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। সেবারের দেখায় পাকিস্তানকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে শ্রীলঙ্কা। এবারও একই ঘটনা ঘটল। তৃতীয় শিরোপার আশা নিয়ে ফাইনালে ওঠা পাকিস্তান বাজে ফিল্ডিং আর এলোমেলো ব্যাটিংয়ে ফিরল শূন্য হাতে।