প্রথমার্ধে ডেনমার্কের দেয়াল ভাঙতে পারেনি ফ্রান্স

জিতলেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড। হারলে বাড়বে অপেক্ষা। এমন সমীকরণের ম্যাচের প্রথমার্ধে জালের দেখাই পায়নি ফ্রান্স। আক্রমণে তাতিতে তুলেও প্রথমার্ধে ডেনমার্কের দেয়াল ভাঙতে পারেনি ফরাসিরা। ফলে গোলহীন থেকে বিরতিতে যেতে হলো বিশ্ব চ্যাম্পিয়নদের।
আজ শনিবার বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ফ্রান্স ও ডেনমার্ক। স্টেডিয়াম ৯৭৪ এ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচটির প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থেকেও জালের দেখা পায়নি ফ্রান্স।
বিরতির আগ পর্যন্ত ডেনিশ শিবিরে ১৩বার আক্রমণ করে ফ্রান্স। যার তিনটি ছিল অনটার্গেট যাওয়ার মতো। কিন্তু আলোর মুখ দেখেনি একটিও। অন্যদিকে বল দখলে এগিয়ে থাকা ডেনমার্ক রক্ষণে জোর দিয়েছে বেশি। ফলে আক্রমণে খুব একটা যাননি এরিসসেনরা।
এদিন ম্যাচের ১৩মিনিটে সুযোগ মিস করে ফ্রান্স। গ্রিজম্যানের বাড়ানো বলে হেড নিয়ে লক্ষ্য মিস করেন ফারায়েল ভারানে। এর দুই মিনিট পর অলিভার জিরোড মিস করেন আরেকটি সুযোগ। ম্যাচের ৪০তম মিনিটে বল উড়িয়ে মেরে সুযোগ হাতছাড়া করেন এমবাপ্পেও। বাকি সময়ে এমবাপ্পেরা চেষ্টা করেও ঠিকানার দেখা পাননি। ফলে গোলহীন থেকে মাঠ ছাড়তে হয়েছে ফ্রান্সকে।

ফ্রান্সের একাদশ :
হুগো লরিস, ডেওট উপমেকানো, রাফায়েল ভারানে, থিও হার্নান্দেজ, জুলস কাউন্ডে, গ্রিজম্যান, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ান চৌমেনি, অলিভিয়ার জিরোড, কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে।
ডেনমার্কের একাদশ :
ক্যাসপার স্মিচেল, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, ভিক্টর নেলসন, জোয়াকিম অ্যান্ডারসেন, ক্রিশ্চিয়ান এরিকসেন, পিয়েরে-এমিল হোজবজের্গ, জোয়াকিম মাহেলে, রাসমাস ক্রিস্টেনসেন, আন্দ্রেয়াস কর্নেলিয়াস, মিকেল ড্যামসগার্ড ও জেসপার লিন্ডস্ট্রম।