বার্সায় ফিরছেন মেসি, কিন্তু কতদিনের জন্য?

লিওনেল মেসির পিএসজি ছাড়া এবং আল-হিলালে যাওয়া মোটামুটি নিশ্চিত। মেসি বর্তমানে সপরিবারে সৌদি আরবে রয়েছেন। পিএসজির অনুমতি না নিয়ে সৌদিতে যাওয়ায় মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে ক্লাবটি। সবমিলিয়ে সম্পর্কে তিক্ততা বাড়ছে। আর দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছে অনেকে।
মেসিকে পেতে আল-হিলাল বিশাল অর্থ নিয়ে বসে আছে। অন্যদিকে মেসিকে পেতে মরিয়া পুরোনো ক্লাব বার্সেলোনা। কিন্তু আর্থিক অনটনে তাকে পাওয়াটা প্রায় অসম্ভবই বার্সার জন্য। তবে, বার্সা সমর্থকদের জন্য সুখবর। আল-হিলালে যাওয়ার আগে এক বছর পুরোনো ডেরায় ফিরতে পারেন মেসি। কাতালানদের হয়ে এক মৌসুম খেলে এরপর পাড়ি জমাবেন মরুর দেশে। এমনটিই জানিয়েছে স্প্যানিশ রেডিও স্টেশন অন্দা সিরো।
গতকাল বুধবার (৩ মে) অন্দা সিরোর একটি প্রতিবেদনের বরাত দিয়ে ক্রীড়াবিষয়ক ভারতীয় ওয়েবসাইট স্পোর্টসকিডা জানিয়েছে, ‘মেসি যদি বার্সায় আবার ফেরেও, তা এক মৌসুমের বেশি হবে না। লা লিগার আর্থিক নীতিমালা অনুযায়ী মেসিকে দলে ভেড়াতে বার্সার তহবিলে কমপক্ষে ২০০ মিলিয়ন ইউরো থাকতে হবে। যে কারণে অনেক কিছুই কাটছাঁট করছে তারা। এতকিছুর পর মেসি যদি বার্সায় যায়, তাকে এক মৌসুমের বেশি রাখতে পারবে না কাতালানরা। এক মৌসুম খেলে ২০২৪ সালে আল-হিলালে যোগ দেবেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।’

বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফেব্রিজিয়ো রোমানো গতকাল তার ফেসবুক ভেরিফায়েড পেজে মেসির পিএসজি ছাড়া নিয়ে একটি পোস্ট করেন। তাতে রোমানো লেখেন, ‘কোনো সন্দেহ নেই মৌসুম শেষে মেসি পিএসজি ছাড়ছেন। এই বিষয়ে মেসির বাবা হোর্হে মেসি এক মাস আগেই পিএসজি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে।’
সূত্রমতে, মেসি ও আল-হিলালের চুক্তির অঙ্কটা অবিশ্বাস্যরকম বেশি। আল-হিলাল মেসির জন্য বছরে খরচ করবে প্রায় ৪০০ মিলিয়ন ইউরো।