ব্যাটে-বলে উজ্জ্বল রাসেল, তারপরও হেরেছে দল

ইনিংসের ২০তম ওভারে খেলা চলছে তখন। গুজরাট টাইটানসের স্কোর তখন পাঁচ উইকেটে ১৫১ রান। শেষ ওভারের তৃতীয় বলে এক রান নেন আলজারি জোসেফ এবং চতুর্থ বলে চার মারেন রাহুল তেওয়াটিয়া। বাকি চার বলে চার উইকেট হারায় তারা। আর এই চারটি উইকেটই নেন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল।
রাসেল এদিন এক ওভার বল করে ৫ রান দিয়ে চার উইকেট তুলে নেন। তাই গুজরাটের ইনিংস থেমে যায় ১৫৬ রানে। অথচ এই লক্ষ্যও টপকাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ১৪৮ রানে আটকে যায় তারা। তাই গুজরাট নাটকীয়ভাবে ৮ রানে জেতে।
আজ মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গুজরাটের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৪৯ বল খরচ করে দুটি ছক্কা ও চারটি চার দিয়ে ইনিংসটাকে সাজান তিনি। ঋদ্ধিমান সাহা ২৫ বলে ২৫ রান করে দ্বিতীয় সর্বোচ্চ হন।
রাসেলের চার উইকেট ছাড়াও টিম সাউদি চার ওভার বল করে ২৪ রান দিয়ে তিন উইকেট পান। সুনীল নারিন ও উমেষ যাদব একটি করে উইকেট পান।
জবাব দিতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি কলকাতা। শুরুতেই যে বিপর্যয়ে পড়ে দলটি, শেষ পর্যন্ত তা আর কাটিয়ে উঠতে পারেনি। মাঝে কিছুটা চেষ্টা করেন রাসেল। ২৫ বলে ৪৮ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। যাতে ছয় ছক্কা ও একটি চারের মার ছিল। রিংকু সিং ২৮ বলে ৩৫ রান করেন। তারপরও হার নিয়ে মাঠ ছাড়তে হয় কলকাতাকে।
এই জয়ে গুজরাট ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তারা ছয় ম্যাচে জিতেছে এবং একটিতে হেরেছে। আর কলকাতা আট ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে।