আন্তর্জাতিক ক্রিকেট থেকে রাসেলের বিদায়

জন্মশহর কিংস্টনেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চেয়েছিলেন আন্দ্রে রাসেল। জ্যামাইকার কিংস্টনের স্যাবাইনা পার্কে এক জমকালো আয়োজনের মধ্য দিয়েই তাকে বিদায় দেওয়া হয়েছে। নিজের পছন্দের সংস্করণেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই ক্যারিবীয়ান কিংবদন্তি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে রাসেলকে গার্ড অভ অনার দেওয়া হয়েছে। সিঁড়ি বেয়ে নামছেন তিনি, দুপাশে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়রা দাঁড়িয়ে তালি দিচ্ছেন। সামনে জ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল। সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন জ্যামাইকার ক্রীড়া, বিনোদন ও সংস্কৃতিমন্ত্রী অলিভিয়া গ্রেঞ্জ। রাসেলকে নিয়ে সেই স্মারকের পর্দা তোলেন মন্ত্রী।
ক্রিকেট দুনিয়ায় রাসেল পরিচিত মূলত টি-টোয়েন্টি সংস্করণের জন্য। ক্রিকেটের ছোট সংস্করণ মানেই ব্যাট হাতে বিধ্বংসী রাসেল, বল হাতেও দারুণ তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট এই সংস্করণে জিতেছেন দুটি বিশ্বকাপ।
তবে রাসেলের শেষটা রাঙাতে পারেনি তার সতীর্থরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে রাসেল ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ঠিকই। দুটি চার ও চারটি ছক্কায় ২৪০ স্ট্রাইক রেটে ১৫ বলে ৩৬ রান করেন।
বুধবার (২৩ জুলাই) স্যাবাইনা পার্কে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৭২ রানের সংগ্রহ করে। শুরুতে হোপকে সঙ্গে নিয়ে ব্রেন্ডন কিং গড়েন ৪৮ বলে ৬৩ রানের জুটি। ৩৬ বলে ৫১ রান করে আউট হন কিং। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে রাসেলের ১৫ বলে ৩৬ ও মোতির খেলেন ৯ বলে ১৮ রানের ইনিংসে ১৭২ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে গ্লেন ম্যাক্সওয়েল ও অধিনায়ক মিচেল মার্শও ব্যর্থ হলেও তৃতীয় উইকেটে জস ইংলিস ও ক্যামেরন গ্রিনের ১৩১ রানের জুটিতে সহজেই জয পায় অস্ট্রেলিয়া। ইংলিস ৩৩ বলে ৭৮ রান করেন ও গ্রিন করেন ৩২ বলে ৫৬ রান।
ম্যাচসেরা হয়েছেন জশ ইংলিশ। এই জয়ে ৫ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। সেন্ট কিটসে শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুদল ।