ভারত-পাকিস্তানকে নিয়ে সিরিজ আয়োজন করতে চান রমিজ রাজা
ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে প্রতি বছর চার জাতি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিজের এমন আগ্রহের কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানাবেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তা দিয়ে এমনটাই জানিয়েছেন রমিজ রাজা।
রাজনৈতিক টানা পোড়েনের কারণে ২০১৩ সালের পর থেকে কোনো সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান। আইসিসি ও এসিসির ইভেন্ট ছাড়া দুদলের লড়াই দেখা যায় না। তাই ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের জন্য সাম্প্রতিক সময়ে আগ্রহ প্রকাশ করেছেন রমিজ। কিন্তু তাঁর কথায় বরফ গলছে না ভারতের।
তাই মাঠে নিয়মিত ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে নতুন পরিকল্পনা করেছেন রমিজ। প্রতি বছরই টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চান তিনি। পর্যায়ক্রমে চার দেশই এক বছর করে স্বাগতিক হবে।
আইসিসির আগামী সভায় এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রস্তাব তুলবেন রমিজ রাজা। গতকাল মঙ্গলবার রাতে টুইটারে রমিজ রাজা লিখেছেন, ‘আইসিসির কাছে প্রস্তাব রাখব পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে প্রতি বছর চার জাতি টি-টোয়েন্টি সুপার সিরিজ আয়োজন করার। পর্যায়ক্রমে চার দেশই হবে স্বাগতিক। আলাদা একটি রাজস্ব মডেল থাকবে, শতকরা হারে মুনাফা ভাগাভাগি হবে আইসিসির সব সদস্যের মধ্যে।’
সর্বশেষ ২০১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফর করেছিল পাকিস্তান। সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলেছিল দুই দল। টি-টোয়েন্টি সিরিজ ১-১ এর সমতায় শেষ হয়েছিল। আর ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।