মেসির নিষেধাজ্ঞায় কোচের ভূমিকা ছিল কি?

লিওনেল মেসি ও পিএসজির মধ্যকার তিক্ততা এখন ফুটবল বিশ্বের বেশ আলোচিত প্রসঙ্গ। যার শুরুটা মূলত হয় ক্লাবকে না জানিয়ে মেসির সৌদি আরব সফরকে কেন্দ্র করে। এই ঘটনায় মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে ক্লাব পিএসজি।
এই পরিস্থিতি পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের ভূমিকা নিয়ে কৌতূহল সবার মনে। তাই লিগ ওয়ানের আগে কোচের করা সংবাদমাধ্যমে ঘুরেফিরেই উঠল মেসির প্রসঙ্গ। তখন কোচ গালতিয়ের স্পষ্ট করে জানালেন, মেসির নিষেধাজ্ঞায় তাঁর কোনো ভূমিকা নেই।
আগামীকাল রোববার রাতে লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে ত্রয়েসের মুখোমুখি হবে পিএসজি। সেই ম্যাচের দুই দিন আগে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করেন গালতিয়ের। সেখানেই আসে মেসির প্রসঙ্গ।
মেসির নিষেধাজ্ঞা নিয়ে জানতে চাইলে প্রথমে হাসি দিয়ে কোচ উত্তর দেন, 'আমি কিন্তু এখান থেকে চলে যাব।'
এরপর নিজের অবস্থান ব্যাখা করে বলেন, 'আসলে সপ্তাহের শুরুতে লিওকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিষয়ে আমাকে জানায় ম্যানেজমেন্ট। আমাকে এই সিদ্ধান্তের কথা জানানোর পর আমি এটা নিয়ে মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আমাকে সিদ্ধান্ত নিতে হয়নি। আমাকে জানানো হয়েছে এবং আমি মেনে চলছি।'
পিএসজি এদিকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মেসির সৌদি সফর নিয়ে ক্লাবের পাশাপাশি ভক্তরাও অসন্তুষ্ট। মেসির প্রতি নিজের রাগ ঝাড়ছেন তারা। এমন পরিস্থিতিতে মেসি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে ক্ষমা চেয়েছেন।
এ ব্যাপারে নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেসি। ভিডিওতে বলেছেন, 'আমি ভেবেছিলাম, ম্যাচের পরে সব সময়ের মতো এবারও দলে ছুটি থাকবে। আমার এই সফরটি আগে থেকে ঠিক করা ছিল। তাই এটা আমি বাতিল করতে পারিনি। আগেও আমি এ সফর বাতিল করেছি। এ জন্য যা ঘটেছে তার জন্য আমি এই ভিডিও তৈরি করেছি। আমি আমার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চাইছি।'