যেভাবে ব্যাটারদের ফাঁদে ফেলেন রশিদ

বিশ্বজুড়ে ব্যাটারদের আতঙ্কের নাম আফগানিস্তানের তারকা বোলার রশিদ খান। জাতীয় দলেও সেরা বোলার তিনি। বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতেও চমক দেখালেন তিনি। সিরিজের শেষ ওয়ানডেতে আফগানদের জয়ের ম্যাচে সেরা বোলার হয়েছেন এ লেগ স্পিনার।
বাংলাদেশকে হারানোর দিনে নতুন রেকর্ডে নাম লেখালেন রশিদ। রেকর্ড গড়ে উচ্ছ্বাসিত রশিদ জানালেন, তাঁর নতুন ডেলিভারির কথা। জানালেন, কীভাবে ব্যাটারদের মোমেন্টাম বদলে ফাঁদে ফেলে দেন তিনি।
নিজের কৌশল নিয়ে রশিদ বলেন, ‘আমি ভিন্ন কিছু ডেলিভারি নিয়ে কাজ করছি। বিশেষ করে, স্লোয়ার যে ডেলিভারি আমি করছি। সাধারণত আমি ৯৫-৯৬ কিলোমিটার গতিতে বল করি। সেখান থেকে আচমকা ৬৫-৭০ কিলোমিটারে নেমে আসে এটা। এতে ব্যাটসম্যানের মোমেন্টাম বদলে যায়।’
আফগান তারকা বলেন, ‘সবচেয়ে ভালো ব্যাপার হলো, ওয়ানডে ও টেস্টের মতো বড় দৈর্ঘ্যের সংস্করণে এটা ব্যবহার করতে পারি। টি-টোয়েন্টিতে এসব কিছু পরীক্ষার সময় থাকে না। বড় দৈর্ঘ্যের সংস্করণে এটা কাজে লাগানোর চেষ্টা করছি। আরও বেশি নিয়ন্ত্রণে চলে এলে ছোট সংস্করণেও এই ডেলিভারি করব।’
গতকাল সোমবার বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে আফগানরা। এদিন ৩৭ রান দিয়ে তিন উইকেট নেন রশিদ। সেই সঙ্গে পূরণ করেন ওয়ানডে ক্রিকেটে দেড়শ উইকেটের মাইলফলক। ৮০ ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করেছেন রশিদ। তাঁর চেয়ে কম ম্যাচে করতে পেরেছেন কেবল দুজন। তাঁরা হলেন, ৭৭ ম্যাচে মিচেল স্টার্ক ও ৭৮ ম্যাচে সাকলায়েন মুশতাক।
এই মাইলফলক নিয়ে রশিদ বলেন, ‘ব্যাপারটা অসাধারণ লাগছে। আফগানিস্তান থেকে কেউ একজন দ্রুততম দেড়শ উইকেটের তালিকায় তৃতীয়, এটা গর্বের ব্যাপার। এখানে পৌঁছানোর ব্যাপারটির মাথায় ছিল না আমার। এখানে থাকতে পেরে তাই খুবই গর্বিত ও খুশি।’