রোমাঞ্চকর জয়ে নেদারল্যান্ডসের ইউরো মিশন শুরু
দুই গোল খেয়ে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইউক্রেন। কিন্তু শেষ পর্যন্ত এই স্বস্তি টিকে থাকেনি ইউক্রেন শিবিরে। পাল্টা গোল করে নেদারল্যান্ডসকে জয়ের সুবাতাস এনে দেন ডেনজেল ডামফ্রিস। ইউক্রেনকে হারিয়ে ইউরো মিশন শুরু করল ‘সি’ গ্রুপে থাকা নেদারল্যান্ডস।
গতকাল রোববার রাতে ইউক্রোনকে ৩-২ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। দলের পক্ষে গোল করেন জর্জিনিও ভাইনালডাম, ডেনজেল ডামফ্রিস ও ভাউট ভেগহর্স্টের। প্রতিপক্ষের হয়ে গোল করেন আন্দ্রেই ইয়ারমোলেঙ্কোর ও রোমান ইয়ারেমচুক।
গত দুই বছর ছন্দ হারিয়ে ধুঁকছিল নেদারল্যান্ডস। ইউরো ও রাশিয়া বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া ডাচরা এবার ইউরোতে জয়ে শুরু করল।
আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ম্যাচের বেশি সময় বল দখলে রাখা ডাচরা গোল পায় বিরতির পর। ম্যাচের ৫২ মিনিটে ডান দিক থেকে ডামফ্রিস ডি-বক্সে ডিপাইয়ের উদ্দেশে বাড়ান। দৌড়ে গিয়ে ঠেকান বুশচান। কিন্তু বল চলে যায় ভাইনালডামের পায়ে। দারুণ শটে জাল খুঁজে নেন তিনি।
ছয় মিনিট পর দ্বিতীয় গোল পেয়ে যায় নেদারল্যান্ডস। দ্বিতীয় গোলটি আসে ভাউটের পা থেকে। দুই গোলে এগিয়ে থাকা ডাচরা হঠাৎই দুই গোল খেয়ে বসে। এক পর্যায়ে শঙ্কায় পড়ে যায় তারা। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে শেষ দিকে ৮৫ মিনিটে ব্যবধান গড়ে দেন ডামফ্রিস। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।