লো স্কোরিং ম্যাচে কোহলিদের জয়ের হাসি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/05/02/ipl-1.jpg)
টানা হাই স্কোরিং ম্যাচ দেখতে দেখতে আইপিএলের দর্শকরা হয়তো ভুলতে বসেছিল, লো স্কোরিং ম্যাচ বলেও কিছু আছে। লখনৌর অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে আজ এমনই এক লো স্কোরিং ম্যাচ দেখেছে দর্শকরা। লখনৌ সুপার জায়ান্ট ও রয়্যাল চ্যালেঞ্জার্সের ম্যাচে রান করতে রীতিমতো ঘাম ছুটেছে দুই দলের।
আইপিএলে সোমবার (১ মে) দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় লখনৌ ও বেঙ্গালুরু। অল্প রানের ম্যাচে শেষ হাসিটা হাসেন কোহলি-ডু প্লেসিসরা। লখনৌকে তাদেরই মাঠে ১৮ রানে হারায় বেঙ্গালুরু।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে বেঙ্গালুরু তোলে ১২৬ রান। জবাবে ১৯.৫ বলে ১০ উইকেট হারিয়ে ১০৮ রানে থেমে যায় লখনৌ।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ওপেনিং জুটিতে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে নিজ সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ডু প্লেসিস। দুজন মিলে স্কোরবোর্ডে জমা করেন ৬২ রান। যদিও ব্যাট বলের সমন্বয় ঘটেছে মন্থর গতিতে। ৩০ বলে ৩১ রান করে রবি বিসনয়ীর বলে নিকোলাস পুরানের হাতে স্ট্যাম্পড হন কোহলি। অমিত মিশ্রার বলে ক্রুনাল পান্ডিয়ার হাতে ক্যাচ তুলে আউট হন ডু প্লেসিস। এর আগে করেন ৪০ বলে ৪৪ রান। এই দুজনের আউটের পর তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ। এতটাই যে, কোহলি ও ডু প্লেসিসের বাইরে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল একজন। ১১ বলে ১৬ রান করে রানআউট হন দিনেশ কার্তিক। নাহলে হয়তো আরও বড় হতো বেঙ্গালুরুর ইনিংস। যা শেষ পর্যন্ত থামে ৯ উইকেটে ১২৬ রানে।
লখনৌর পক্ষে ৩ উইকেট নেন নাভিন উল হক। ২ টি করে উইকেট পান বিসনয়ী ও মিশ্রা।
১২৭ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই কাইল মায়ার্সকে (০) হারায় লখনৌ। তাকে অনুজ রাওয়াতের ক্যাচে পরিণত করেন মোহাম্মদ সিরাজ। এরপর মাত্র ৮ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে লখনৌ। দেখেশুনে খেলে টিকে থাকতে চেয়েছিলেন পান্ডিয়া ও মার্কাস স্টয়নিস। দুজনের কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। ১৪ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের শিকারে পরিণত হন পান্ডিয়া। ১৩ রান করা স্টয়নিসকে ফেরান কর্ণ শর্মা। সবাই যখন রান পেতে হিমশিম খাচ্ছিলো, হাত খুলে খেলতে লাগেন কৃষ্ণাপ্পা গৌতম। ১৩ বলে ২৩ রান করে রানআউটের দুর্ভাগ্যে কাটা পড়েন তিনি। সঙ্গে কাটা পড়ে লখনৌর জয়ের স্বপ্ন। শেষ পর্যন্ত ম্যাচের ১ বল বাকি থাকতেই ১০৮ রানে অলআউট হয় লখনৌ।
বেঙ্গালুরুর হয়ে ২ টি করে উইকেট শিকার করেন জস হ্যাজেলউড ও কর্ণ শর্মা।
এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে বেঙ্গালুরু। ম্যাচ হারলেও ৯ ম্যাচে লখনৌর পয়েন্ট সমান ১০। রান রেটে এগিয়ে থাকায় তারা আছে টেবিলের তিন নম্বরে।