শচীনই পরামর্শ দেন ধোনিকে অধিনায়ক করার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/03/10/sachin-tendulkar-ms-dhoni-2102161052.jpg)
এখন পর্যন্ত ভারতের সবচেয়ে সফল অধিনায়ক বলা হয়ে থাকে মহেন্দ্র সিং ধোনিকে। তাঁর নেতৃত্বে অনেক সাফল্য পেয়েছে ভারত। এই ধোনিকে নাকি অধিনায়ক করার পরামর্শ দিয়েছিলেন সাবেক তারকা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।
মুম্বাই মিররের খবরে জানা গেছে, বিসিসিআইয়ের সাবেক সভাপতি শারদ পাওয়ার সম্প্রতি এমনটা জানিয়েছেন। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন।
এ ব্যাপারে শারদ পাওয়ার বলেন, ‘এখনো মনে আছে, ভারত তখন খেলতে গিয়েছিল ইংল্যান্ডে। সেই সময়ে রাহুল দ্রাবিড় অধিনায়ক ছিলেন। দ্রাবিড় আমাকে বলে, ও আর জাতীয় দলকে নেতৃত্ব দিতে চায় না। অধিনায়কত্ব তার ব্যাটিংয়ে প্রভাব ফেলছে, সেই কথা বলে। এমনটা জানিয়ে নেতৃত্ব থেকে অব্যাহতি চান। তারপরেই শচীনকে নেতৃত্বের জন্য প্রস্তাব দেওয়া হয়। তবে তিনি সরাসরি নাকচ করে দেন।’
শারদ পাওয়ার আরও বলেন, ‘শচীন ও দ্রাবিড় দলকে নেতৃত্ব দিতে চায় না, তাহলে কী হবে! তারপরই শচীন বলেন, একজন রয়েছেন যিনি দলকে নেতৃত্ব দিতে পারে, সে স্বয়ং ধোনি! তারপরেই আমরা ধোনির হাতে নেতৃত্ব তুলে দিই।’
২০০৭ সালে দ্রাবিড়ের নেতৃত্ব ভারত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল। তারপরেই চরম সমালোচনার মুখে পড়ে ভারত। সেই বছরেই ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নেতৃত্ব দেওয়া হয়। তারপরেই ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ সালে টি-টোয়েন্টি এবং ২০১১ সালে বিশ্বকাপে জয়লাভ করে। এরপরে ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে জেতার পরে ধোনি প্রথম অধিনায়ক হিসেবে তিনটি মেজর আইসিসি ট্রফি জেতার রেকর্ড গড়েন।