আজীবন সম্মাননায় ভূষিত হলেন শচীন

বাইশ গজের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার খেলা ছেড়েছেন এক যুগ আগে। ১২ বছর পরেও ক্রিকেটের প্রতি তার নিবেদন কমেনি, কমেনি তাকে ঘিরে উন্মাদনাও। ভারতীয় ক্রিকেট ঈশ্বর জীবনে বহু সম্মানই পেয়েছেন। এবার পেলেন আরেকটি। শচীনকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে শচীনকে এই সম্মান দেওয়া হয়। ‘সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’—শচীনের হাতে তুলে দেন আইসিসির সভাপতি জয় শাহ। ৩১তম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই সম্মাননা পেলেন শচীন।
এদিকে, ২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে পলি উমরিগড় পুরস্কার পেয়েছেন পেসার জাসপ্রীত বুমরাহ। মেয়েদের ক্রিকেটে একই ক্যাটাগরিতে সেরার পুরস্কার উঠেছে স্মৃতি মান্ধানার হাতে। ২০২৩-২০২৪ মৌসুমে মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ রান করার পুরস্কারও পেয়েছেন মান্ধানা।
পুরস্কার পেয়ে শচীন বলেন, ‘ক্রিকেটই আমাদের এখানে নিয়ে এসেছে। স্রষ্টার কাছ থেকে পাওয়া সবচেয়ে সেরা উপহার ক্রিকেট। আমাদের জীবনে উত্থান-পতন থাকবে, তবে খেলাটাকে মনেপ্রাণে ধারণ করতে হবে। এখান থেকে মনোযোগ সরানো যাবে না।’
ক্যারিয়ারে ঠিক ২০০টি টেস্ট খেলে থামেন শচীন। সাদা পোশাকে করেন ১৫ হাজার ৯২১ রান। যেখানে সেঞ্চুরি ছিল ৫১টি আর হাফসেঞ্চুরি ৬৮টি। ওয়ানডেতে শচীন খেলেন ৪৬৩টি আন্তর্জাতিক ম্যাচ। ৪৯টি সেঞ্চুরিতে রান করেন ১৮ হাজার ৪২৬। হাফসেঞ্চুরি করেন ৯৬টি। ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৬৬৪ ম্যাচ খেলে করেছেন মোট ৩৪৩৫৭ রান করেছেন ভারতের এই ব্যাটিং জিনিয়াস।