শ্রদ্ধা-ভালোবাসায় নাদির শাহকে স্মরণ

আইসিসির সাবেক আম্পায়ার নাদির শাহ আজ শুক্রবার ভোরে না ফেরার দেশে পাড়ি জমান। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের শেষ টি-টোয়েন্টি মাঠে গড়ানোর আগে শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করেছেন দুদলের ক্রিকেটাররা। ম্যাচের আগে ক্রিকেটাররাসহ শেরেবাংলায় উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
নাদির শাহ আজ ভোরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অনেকদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। ২০১৯ সালের অক্টোবরে জাতীয় লিগের ম্যাচ পরিচালনা করার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এরপর থেকে আর মাঠে ফেরার সুযোগ হয়নি তাঁর।
নাদির শাহ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশাহর ছোট ভাই। ২০০৬ সালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ-কেনিয়া ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন তিনি।
আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার নাদির শাহ ছয়টি টেস্ট, ৬৩টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছিলেন।
নাদির শাহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোক প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ ছাড়া বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কিমিউনিটির কর্মকর্তারা শোক প্রকাশ করেন সাবেক এই আম্পায়ারের মৃত্যুতে।