সেঞ্চুরিয়ান টেক্টরকে থামালেন এবাদত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/05/12/bd-vs-ireland.jpg)
চেমসফোর্ডে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬ রানের মাথায় দুই উইকেট হারায় আইরিশরা। এমন শুরুতে বাংলাদেশি সমর্থকদের মনে হয়েছিল খুব বেশিদূর যেতে পারবে না আয়ারল্যান্ড। তবে সমর্থকদের সেই ভাবনাকে ভুল প্রমাণ করে দুর্দান্ত জুটি গড়েন দুই আইরিশ ব্যাটার অ্যান্ড্রু বালবার্নি ও হ্যারি টেক্টর। তাদের এমন জুটিতে চিন্তায় পড়ে যাওয়া বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন পেসার শরিফুল ইসলাম। ভাঙলেন বালবার্নি-টেক্টরের ৯৮ রানের জুটি। ফিরিয়েছেন বালবার্নিকে।
তবে এই জুটি ভাঙলেও টিকে গেছেন ট্যাক্টর। উইকেটে থেকে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তাঁর সেঞ্চুরিতে প্রতিরোধ গড়ে তোলে আয়ারল্যান্ড। পরবর্তীতে দলীয় ২৮২ রানে ১১৩ বলে ১৪০ রান করা টেক্টরকে বোল্ড আউট করে সাজঘরে ফেরান এবাদত।
আজ শুক্রবার (১২ মে) দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিং নেমে শুরুটা ভালো করতে পারেনি আয়ারল্যান্ড। প্রথম ওভারে এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ১ রানই তুলতে পারে আয়ারল্যান্ড। দ্বিতীয় জুটিতে এই চাপ সামাল দেওয়ার চেষ্টা করে আইরিশরা। কিন্তু সেটাও ব্যর্থ করে দেন হাসান। আইরিশদের দ্বিতীয় উইকেটও তুলে নেন তিনি। দলীয় ১৬ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। জোড়া ধাক্কার পর জুটি গড়ে বাংলাদেশকে বেশ ভালোভাবে জবাব দেন বালবার্নি-টেক্টর।
এই দুইজনের ব্যাটিংয়ে একটা সময় চাপে পড়ে যায় বাংলাদেশের বোলাররা। কোনোভাবেই ভাঙতে পারছিলেন না তাদের প্রতিরোধ। অবশেষে দলীয় ১১৪ রানে আইরিশ অধিনায়ক বালবার্নিকে উইকেটের পেছনে মুশফিকের ক্যাচে পরিণত করেন শরীফুল। ৫৮ বলে ৪২ রান করেন বালবার্নি।
এরপর দলীয় ১৩৮ রানে লোরকান ট্রাকারের উইকেটও তুলে নেন শরিফুল। ১১ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার।