হাসপাতালে ভর্তি হওয়া মেন্ডিস সুখবর দিলেন

শ্রীলঙ্কান ক্রিকেটার কুসল মেন্ডিস বুকে ব্যথা অনুভব করেন। ছবি : সংগৃহীত
দুপরেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লঙ্কান ক্রিকেটার কুসল মেন্ডিস। পরে সন্ধ্যায় জানা গেল সুসংবাদ। আশার কথা, খুব বড় কোনো জটিলতা নেই। ইসিজি করার পর জানা গেছে এই তথ্য। শ্রীলঙ্কা শিবিরে এখন স্বস্তির খবর।
আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের উদ্বোধনী সেশনে (২৩তম ওভারে) বুকে ব্যথা অনুভব করেন মেন্ডিস। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা বলেন, ‘তার ইসিজি করা হয়েছে, রিপোর্টে বড় কোনো সমস্যা ছিল না। আশা করি তিনি কয়েক ঘণ্টার মধ্যে হোটেলে ফিরে আসবেন। তিনি এখন পর্যবেক্ষণে রয়েছেন।’
চট্টগ্রামে প্রথম টেস্টে ড্র হয়। সে ম্যাচে যথাক্রমে ৫৪ ও ৪৮ রান করেন মেন্ডিস।