৩ বছর পর বাংলাদেশ একাদশে সাব্বির

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় ৩ বছর পর বাংলাদেশ জাতীয় দলের একাদশে ফিরেছেন সাব্বির রহমান। তরুণ ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার কারণে ফের জাতীয় দলে সুযোগ হয়েছে এক সময় হার্ড হিটার খ্যাতি পাওয়া এই ক্রিকেটারের।
আজ বৃহস্পতিবার এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে ৩ পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাঈম শেখ ও সাইফউদ্দিন। তাদের বদলে একাদশে এসেছেন সাব্বির, মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন।
এশিয়া কাপ ফের জাতীয় দলে ফেরা নাঈম শেখ প্রথম ম্যাচে জ্বলে উঠতে পারেননি। তাই এক ম্যাচ খেলেই ফের বাদ পড়েছেন তিনি। সেই সঙ্গে অনেক দিন জাতীয় দলে ফেরা এনামুল হক বিজয়ও বাদ পড়েছেন একাদশ থেকে।
ঢাকা প্রিমিয়ার লিগে রান দেখিয়ে দলে ফেরা এনামুল আস্থার মান রাখতে পারেননি। ওয়ানডেতে রান পেলেও টি-টোয়েন্টিতে ধারাবাহিক ব্যর্থ তিনি।
দুই ব্যাটার বাদ পড়ার সুবাদে একাদশে সুযোগ মিলেছে সাব্বির ও মেহেদী হাসান মিরাজের। সবশেষ জাতীয় দলের হয়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে খেলেছিলেন সাব্বির। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। এবার ফেরার ম্যাচে সুযোগ হলো শ্রীলঙ্কার বিপক্ষে।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসানকা, কুসল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসা, ভানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা।