এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করল ভারত

পাকিস্তান ও ভারতের মধ্যকার সামরিক উত্তেজনার ছাপ পড়ল এবার ক্রিকেটেও। দুই দেশের উত্তেজনা শুরুর পর থেকেই শঙ্কা ছিল এশিয়া কাপ নিয়ে। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, পুরুষদের এশিয়া কাপের পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপ থেকেও নাম প্রত্যাহার করে নিচ্ছে ভারত।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, যে সংস্থার প্রধানের পদে একজন পাকিস্তানি মন্ত্রী, এমন একটি টুর্নামেন্টে খেলতে পারে না ভারত। পুরো দেশের আবেগ এটি। আমরা মৌখিকভাবে এসিসিকে জানিয়েছি আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপ থেকেও আমাদের নাম প্রত্যাহারের বিষয়ে। সেইসঙ্গে ভবিষ্যতে তাদের (এসিসি) ইভেন্টে আমাদের অংশ নেওয়া স্থগিত। এই বিষয়ে আমরা সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।
বর্তমানে এসিসির সভাপতির দায়িত্বে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। একইসঙ্গে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানও।
আগামী সেপ্টেম্বরে ভারতের মাটিতে পুরুষদের এশিয়া কাপ হওয়ার কথা ছিল। এতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার অংশ নেওয়ার কথা। ভারতের এই সিদ্ধান্তের ফলে টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রকট হয়েছে।
এসিসির পূর্ণ সদস্য ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই পাঁচটি দেশের প্রত্যেকে সম্প্রচার আয়ের ১৫ শতাংশ করে পায়। আয়ের বাকি অংশ সহযোগী ও অনুমোদিত সদস্যদের মধ্যে ভাগ করা হয়।