৭ বছর পর ঘরের মাঠে সিরিজ হারল বাংলাদেশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/03/03/bangladesh-vs-england-2nd-odi-ntv.jpg)
ঘরের মাঠে সিরিজ মানেই যেন বাংলাদেশের আধিপত্য। অন্তত ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর থেকে চিত্রটা এমনই। গত কয়েক বছরে দেশের মাঠে ওয়ানডে ফরম্যাটে সাকিব-তামিমদের দাপটের সামনে টিকতে পারেনি ভারতে মতো শক্তিশালী প্রতিপক্ষও।
এবার সুযোগ ছিল ২০১৬ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের প্রতিশোধ নেওয়ার। তবে সেই আশা পূরণ হলোনা সাকিব-তামিমদের। ৭ বছর পর আবারও সেই ইংলিশদের কাছে সিরিজ হারের লজ্জা পেত হলো তামিমের দলকে।
২০১৬ সালে ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
তবে এরপরই যেন বদলে যায় দৃশ্যপট। ঘরের মাঠে গত ৭ বছরে খেলা প্রত্যেকটি সিরিজেই জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় বাংলাদেশের। একই বছর বাংলাদেশে খেলতে আসে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের জয় ২-১ ব্যবধানে। ২০১৯ সালেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ৩-০ ব্যবধানে জয় স্বাগতিক বাংলাদেশের। এর পরের বছরই সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশের লজ্জা দেয় স্বাগতিক বাংলাদেশ।
২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে বাংলাদেশের জয় ২-১ ব্যবধানে। একই বছর আফগানিস্তানের বিপক্ষেও সিরিজ জয়ের স্বাদ নেয় স্বাগতিক বাংলাদেশ। জয় ২-১ ব্যবধানে।
সবশেষ ২০১৫ সালের পর ফের একবার ভারতকে সিরিজ হারের লজ্জা দেয় বাংলাদেশ। এবার জয় ২-১ ব্যবধানে।