লড়াই করে হারল বাংলাদেশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/02/09/photo-1423478939.jpg)
জয়ের তৃপ্তি পাওয়া গেল না, পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে হার সঙ্গী হলো বাংলাদেশের। কিন্তু মাশরাফি-সাকিবদের পারফরম্যান্স যথেষ্ট আশাজাগানিয়া। সোমবার সিডনিতে অনেক ঘাম ঝরিয়ে তিন উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।
হেরে গেলেও তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর দৃঢ়তাভরা ব্যাটিং আর বল হাতে মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদের জ্বলে ওঠা বাংলাদেশ দলকে অনুপ্রাণিত করবেই।
৪৩তম ওভারে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হককে বোল্ড করে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন তাসকিন। তখন জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ৪৫ বলে ৪৮ রান, হাতে চার উইকেট। শহীদ আফ্রিদির ২০ বলে ২২ রানের ঝড়ো ইনিংস পাকিস্তানকে পৌঁছে দেয় লক্ষ্যের কাছাকাছি। শোয়েব মাকসুদের ৯০ বলে অপরাজিত ৯৩ রানের দারুণ ইনিংস ১১ বল হাতে রেখে জয় এনে দেয় মিসবাহর দলকে। দলকে জয় এনে দিতে হারিস সোহেল আর উমর আকমলেরও ভালো অবদান। দুজনই করেছেন ৩৯ রান।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন মাশরাফি ও তাসকিন। সাকিব, মাহমুদউল্লাহ ও রুবেল হোসেনের শিকার একটি করে উইকেট।
এর আগে ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে ওপেনার তামিম ও মাহমুদউল্লাহর দারুণ ব্যাটিং স্বস্তি এনে দেয় দলে। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ১৬৮ রানের জুটি। তামিমের ব্যাট থেকে এসেছে ৮১ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংসটি খেলেছেন মাহমুদউল্লাহ। সাকিব করেছেন ৩০ বলে ৩১ রান।
শেষটা ভালো হলে সংগ্রহ আরো বড় হতে পারত। কিন্তু ১৫ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ৪৯.৫ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।
৫২ রানে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে ক্ষতি করেছেন বাঁহাতি ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান।