টস হেরে বোলিংয়ে নামা বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ

প্রথম টেস্টের হার বাংলাদেশকে ঠেলে দিয়েছে ব্যাকফুটে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টটা হয়ে উঠেছে বাঁচা-মরার। সিরিজ ও মান, দুটোই বাঁচাতে হবে ঘরের মাঠে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এমন ম্যাচে আজ সোমবার (২৮ এপ্রিল) টস হেরে বোলিংয়ে বাংলাদেশ।
আগে ব্যাটিং বেছে নেওয়া জিম্বাবুয়ের দুই ওপেনার এগোচ্ছেন দেখেশুনে। বাংলাদেশি বোলারদের ধার বুঝে কখনও রক্ষণাত্মক খেলছেন, আবার সুযোগ বুঝে বল পাঠাচ্ছেন সীমানার বাইরে। ব্রায়ান বেনেট ও বেন কারানের লক্ষ্য স্পষ্ট, ওপেনিংয়ে দলের ভিত যতটা সম্ভব গড়ে দেওয়া।
ঘরের মাঠে মান বাঁচানোর ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে অবধারিত পরিবর্তন। তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রায় ৩ বছর পর টেস্টে ফিরলেন এনামুল হক বিজয়। টেস্ট অভিষেক হলো তানজিম হাসান সাকিবের।সুযোগ পেয়েছেন স্পিনার নাঈম হাসানও।
দুই সিরিজের প্রথমটিতে সিলেটে বাংলাদেশ হেরেছিল ৩ উইকেটে। ফলে, জিম্বাবুয়ে এই ম্যাচ ড্র করলেও সিরিজ সফরকারীদের। অন্যদিকে, বাংলাদেশ জিতলেও সিরিজে কেবল সমতাই আনতে পারবে।