জাপানের ৮২ বছরের অপেক্ষার অবসান

বিরাশি বছর পর জাপানের প্রথম খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন কেই নিশিকোরি। রাশিয়ার তিমুরাজ গাবাশভিলিকে হারিয়ে স্বদেশের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন তিনি। খেলার স্কোর : ৬-৩, ৬-৪, ৬-২।
স্বদেশকে আনন্দে ভাসালেও পঞ্চম বাছাই নিশিকোরিকে কোয়ার্টার ফাইনালে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হচ্ছে। শেষ আটের লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ স্বাগতিক ফ্রান্সের জো-উইলফ্রিড সঙ্গা। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে সঙ্গা চেক প্রজাতন্ত্রের তমাস ব্যারদিখকে অনেক লড়াই করে ৬-৩, ৬-২, ৬-৭, ৬-৩ গেমে হারিয়েছেন।
১৯৩১ ও ১৯৩৩ সালে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে খেলেছিলেন জাপানের জিরো সাতোহ। এর পর ক্লে কোর্টের একমাত্র গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে আর কোনো জাপানি খেলোয়াড় শেষ আটেও উঠতে পারেননি। অবশেষে নিশিকোরির হাত ধরে প্রতীক্ষার প্রহর শেষ হলো জাপানের।
পুরুষ এককে স্টানিলাস ভাভরিঙ্কাও নিশ্চিত করেছেন কোয়ার্টার ফাইনাল। চতুর্থ রাউন্ডে ফ্রান্সের জিল সিমনকে ৬-১, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন এই সুইস।
তবে রোববার বৃষ্টির বাধার সামনে পড়তে হয়েছে ফ্রেঞ্চ ওপেনকে। বৃষ্টির কারণে শেষ ষোলোর লড়াইয়ে কোর্টে নামতে পারেননি গতবারের শিরোপাজয়ী মারিয়া শারাপোভা। রজার ফেদেরার ও গ্যাল মনফিলসের লড়াইও শেষ হতে পারেনি দুর্যোগপূর্ণ আবহাওয়া ও আলোর স্বল্পতায়। সে সময় স্কোর ছিল : ৬-৩, ৪-৬।
বৃষ্টির কারণে পিছিয়ে দিতে হয়েছে মহিলা এককের দুটি ম্যাচ। সোমবার আবহাওয়া ভালো থাকলে চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভার বিপক্ষে খেলবেন শারাপোভা। ইতালির ফ্লাভিয়া পেনেত্তার প্রতিপক্ষ স্পেনের গ্যাব্রিন মুগুরুজা। অবশ্য আনা ইভানোভিচ চলে গেছেন কোয়ার্টার ফাইনালে। সার্বিয়ার এই খেলোয়াড় ৭-৫, ৩-৬, ৬-১ গেমে হারিয়েছেন রাশিয়ার একাতেরিনা মাকারোভাকে।