মেসি-জাদুতে রিয়ালের আরও কাছে বার্সা
পেপ গার্দিওলা যুগের সেই অপ্রতিরোধ্য বার্সেলোনাকেই যেন দেখা গেল রোববার রাতে। লিওনেল মেসির ‘জাদুকরি’ আর পুরো দলের দুর্দান্ত পাসিং ফুটবলের সামনে পাত্তাই পেল না অ্যাথলেতিক বিলবাও। লা লিগার ম্যাচটিতে মেসি করেছেন এক গোল, আর করিয়েছেন চারটি। ৫-২ গোলের বড় জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা।
শনিবার আতলেতিকো মাদ্রিদের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া রিয়ালের সংগ্রহ ৫৪ পয়েন্ট। তাদের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে বার্সা। ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন আতলেতিকো। তিন শিরোপাপ্রত্যাশী ২২টি করে ম্যাচ খেলেছে।
বিলবাওয়ের মাঠে বার্সার প্রথম গোলটি মেসির। ১৫ মিনিটে অসাধারণ এক ফ্রি-কিক থেকে কাতালানদের এগিয়ে দেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। ২৬ মিনিটে মেসির সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ, ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা।
৫৯ মিনিটে মিকেল রিকোর গোলে খেলায় ফেরার ইঙ্গিত দিয়েছিল বিলবাও। কিন্তু ৩ মিনিট পরেই আত্মঘাতী গোলে ব্যবধান বাড়িয়ে নেয় বার্সা। মেসির শট বিলবাওয়ের মিডফিল্ডার অস্কার দি মার্কোসের গায়ে লেগে দিক পরিবর্তন করে জড়িয়ে যায় জালে।
৬৪ মিনিটে মেসির পাস থেকে গোল করে ব্যবধান ৪-১ করেন নেইমার। দুই মিনিট পর আবার গোল। এবার অবশ্য বল জড়ায় বার্সার জালে, বিলবাওয়ের পক্ষে গোল করেন স্ট্রাইকার আরিতজ আদুরিজ।
৮৬ মিনিটে ম্যাচের শেষ গোলটি আসে সুয়ারেজের জায়গায় নামা পেদ্রোর পা থেকে। বিলবাওয়ের তিনজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে সার্জিও বুসকেতসের দিকে বল বাড়িয়ে দেন মেসি। বুসকেতস পাস দেন পেদ্রোকে। পোস্টের একদম সামনে দাঁড়িয়ে থাকা পেদ্রোর কাঙ্ক্ষিত লক্ষ্য খুঁজে পেতে ভুল হয়নি।