শঙ্কামুক্ত মুশফিক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/01/16/photo-1484563086.jpg)
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের বেশ চিন্তাতেই ফেলে দিয়েছিলেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। মাথায় টিম সাউদির বাউন্সারের আঘাতে লুটিয়ে পড়েছিলেন মাটিতে। মাঠ ছেড়েছিলেন স্ট্রেচারে করে। যেতে হয়েছিল হাসপাতালে। তবে মুশফিক ভক্তদের জন্য সুখবর : বড় কোনো ইনজুরিতে পড়েননি ডানহাতি এই ব্যাটসম্যান। মাথায় আঘাত নিয়ে যে আশঙ্কার মেঘ জমেছিল, তা পুরোপুরিই কেটে গেছে।
ব্যক্তিগত ১৩ রানের সময় টিম সাউদির বাউন্সার মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন মুশফিক। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ছেড়ে দেওয়া হলেও মুশিকে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, চোটটা গুরুতর নয়। মুশফিক হাসপাতালে যাওয়ার পর তামিম ইকবাল জানান, চোটটা খুব একটা গুরুতর নয়। জানা গেছে, হাসপাতালে গিয়ে সুস্থবোধ করায় আবার ব্যাটিং করতে চেয়েছিলেন মুশফিক। তবে ততক্ষণে অবশ্য যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে।
ম্যাচ শেষে নিজের সুস্থতা প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক জানান, আগের চেয়ে অনেক ভালো বোধ করছেন তিনি। কিছুটা ব্যথা থাকলেও সেটাকে আপাতত অগ্রাহ্য করছেন এই ব্যাটসম্যান। বাউন্সারের চোট নয়, আঙুলটা নিয়েই এখন বেশি ভাবছেন। বাম হাতের বুড়ো আঙুল ও ডান হাতের তর্জনীতে এখনো নাকি ব্যথা রয়েছে। তবে দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে কোনো শঙ্কা নেই।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাজেভাবে হারার পর বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট সিরিজে ভালো করবে চরম আশাবাদীরাও হয়তো এমন স্বপ্ন দেখেননি। তবে সমালোচকদের অবাক করে দিয়ে প্রথম ইনিংসে ৫৯৫ রান তুলে ফেলে বাংলাদেশ। সাকিবের ডাবল সেঞ্চুরি (২১৭) ও মুশফিকুর রহিমের দারুণ সেঞ্চুরিতে (১৫৯) কিউইদের চমকে দেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। মুশফিক সেঞ্চুরি পেলেও আঙুলে চোট পাবার পর গ্লাভস গোড়া মাঠে নামেননি বাংলাদেশ দলনেতা। তার পরিবর্তে ইমরুল কায়েস উইকেটে পেছনে দাঁড়ান। দ্বিতীয় ইনিংসে দলের বিপদে অবশ্য ব্যাট হাতে নেমেছিলেন তিনি।