ফিফায় ব্ল্যাটার-যুগের অবসান

তাহলে কি সত্যিই ফিফার দুর্নীতি-অনিয়মের সঙ্গে সেপ ব্ল্যাটারও জড়িত? এমন প্রশ্ন এখন যে কারো মনে উঠতেই পারে। মাত্র চার দিন আগে ফিফা সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তা-ও টানা পঞ্চমবারের মতো। অথচ ফুটবল-বিশ্বকে হতভম্ব করে মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিয়ে বসলেন ব্ল্যাটার। ফিফায় যবনিকা পড়ল দীর্ঘ ১৭ বছরের ব্ল্যাটার-যুগের। গত সপ্তাহে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফিফার সাত শীর্ষ কর্মকর্তার গ্রেপ্তার এবং জুরিখে ফিফার সদর দপ্তরে পুলিশের হানার পর ব্ল্যাটারের এই সিদ্ধান্ত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে আরো সংকটে ফেলে দিল।
urgentPhoto
গত শুক্রবার সুইজারল্যান্ডের জুরিখে সভাপতি নির্বাচনের আগে দেওয়া ভাষণে ফিফাকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করেছিলেন ৭৯ বছর বয়সী ব্ল্যাটার। অথচ চার দিন পরই এই সুইসের কণ্ঠে ভিন্ন সুর, ‘কলঙ্কিত ফিফার সম্পূর্ণ পুনর্গঠন প্রয়োজন। সভাপতি পুনর্নির্বাচিত হওয়ার পর থেকেই আমি এ বিষয়ে চিন্তাভাবনা করছিলাম। নির্বাচন দেখে আমার মনে হয়নি, বিশ্ব ফুটবলের প্রত্যেকেই আমাকে সমর্থন করছে।’
আর তা মনে হয়নি বলেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ব্ল্যাটার। সে সঙ্গে জানালেন, যত দ্রুত সম্ভব ফিফার বিশেষ কংগ্রেস ডেকে তাঁর উত্তরসূরি নির্বাচন করা হবে।
ব্ল্যাটারের এই ঘোষণার কয়েক ঘণ্টা পর আরেকটি চমক। জর্ডানের একজন শীর্ষ ফুটবল কর্মকর্তা জানিয়েছেন, পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রিন্স আলী বিন আল হুসেইন পুরোপুরি প্রস্তুত। গত শুক্রবারের নির্বাচনে ব্ল্যাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন জর্ডানের প্রিন্স আলী। ফিফা সভাপতি হওয়ার জন্য কোনো প্রার্থীকে ২০৯টি ভোটের অন্তত দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ১৪০ ভোট পেতে হয়। নির্বাচনে প্রথম দফায় ব্ল্যাটার ১৩৩ আর প্রিন্স আলী পান ৭৩ ভোট। বাকি তিন ভোট বাতিল হয়ে যায়।
নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফায় সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থী নির্বাচিত হবেন। তবে তার আর প্রয়োজন পড়েনি। দ্বিতীয় দফা নির্বাচনের আগে সরে দাঁড়ান প্রিন্স আলী। তাই আরো চার বছরের জন্য ফিফা সভাপতির দায়িত্ব পেয়ে যান ব্ল্যাটার। তবে চার বছর নয়, চার দিন পরই শেষ হয়ে গেল ব্ল্যাটার-যুগের।