দলে বড় পরিবর্তনের পক্ষে নন হাথুরুসিংহে

গত প্রায় দুই বছর ঘরের মাঠে অসাধারণ সাফল্য পেয়েছিল বাংলাদেশ। বাঘা বাঘা দলগুলোকে রীতিমতো নাকানি-চুবানি খাইয়েছিলেন মাশরাফি-সাকিবরা। সেই দলটিই কি না এবার নিউজিল্যান্ড সফরে টানা ব্যর্থ হয়েছে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে আট ম্যাচের সবকটিতেই হেরেছে তারা।
এই ব্যর্থতায় কড়া সমালোচনা মুখে দল। যারা নিজেদের খুব একটা মেলে ধরতে পারেনি, তারা ছাঁটাইয়ের কবলে পড়বে কি না তা নিয়ে এখন আলোচনা শুরু হয়ে গেছে। অবশ্য বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে দলে বড় পরিবর্তন আনার পক্ষে নন।
নিউজিল্যান্ড সফরে যারা ব্যর্থ হয়েছে, দল থেকে এখনই তাদের বাদ চান না হাথুরুসিংহে। এ ব্যাপারে তিনি বলেন, ‘এটা আমাদের মানতেই হবে নিউজিল্যান্ড সফরে আমাদের দলগত পারফরম্যান্স ভালো নয়। তবে ক্রিকেটারদের পারফরম্যান্সে আমি একেবারেই অসন্তুষ্ট নই। কেউ কেউ খুব একটা ভালো করতে পারেনি ঠিক, এর জন্য দল থেকে তাদের একেবারেই বাদ দেওয়া ঠিক হবে না। তা ছাড়া দলেও বড় পরিবর্তন আনার পক্ষে নই আমি।’
আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে যাবে বাংলাদেশ, একটি টেস্ট খেলতে। এরপর মার্চে শ্রীলঙ্কা সফর। শ্রীলঙ্কা সফরের পরই চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি নিতে আয়ারল্যান্ডে তিন জাতির সিরিজ খেলতে যাবেন মাশরাফি-সাকিবরা। এরপর ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি শেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। পরে সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফর।
এই সিরজগুলোকে সামনে রেখে কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ। এ সম্পর্কে তিনি বলেন, ‘খেলোয়াড়দের অবস্থা বুঝে কাউকে বিশ্রাম দেওয়া হবে, আবার কাকে খেলানো হবে আলোচনার মাধ্যমে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। সামনে আমাদের অনেক সিরিজ তাই এই বিষয়টি নিয়ে আমরা ভাবছি।’