রুনির রেকর্ডটা চিরস্থায়ী!
এক দশক ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ওয়েইন রুনির নামটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। গোলের পর গোল করে ম্যানইউকে সম্ভাব্য সব শিরোপাই জিতিয়েছেন রুনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, এফএ কাপ, ক্লাব বিশ্বকাপসহ রেড ডেভিলদের পাঁচটি লিগ শিরোপা জিতিয়েছেন রুনি। কিছুদিন আগেই স্যার ববি চার্লটনকে ছাড়িয়ে ক্লাবের হয়ে সবচেয়ে বেশি (২৫১) গোল করার রেকর্ড ছুঁয়েছেন ওয়েইন রুনি। চার্লটন ২৪৯ গোল করেছিলেন ৭৫৮ ম্যাচে। রুনির লাগল ৫৪৪টি ম্যাচ। চার্লটনের চেয়ে ২১৪ ম্যাচ ও পাঁচ মৌসুম কম খেলে এ রেকর্ড ছুঁলেন ইংলিশ এই ফরোয়ার্ড।
এর আগে ২০১৫ সালে সেপ্টেম্বরে ইউরোর বাছাইপর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে গোল করে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার আসনটাও নিজের করে নেন রুনি। আর এ কারণেই স্যার অ্যালেক্স ফার্গুসন জানালেন, ইউনাইটেডের জার্সি গায়ে ওয়েইন রুনিকে ছাড়িয়ে যাওয়া সম্ভব নয়। ফুটবলবিশ্বের অন্যতম কিংবদন্তি এই কোচ মনে করেন, রেড ডেভিলদের হয়ে রুনির রেকর্ডটি চিরস্থায়ী। এটির ধারেকাছেও আসতে পারবে না কেউ। স্যার ফার্গুসন মনে করেন, ফুটবলাররা এখন একই ক্লাবে টানা ১০ বছর খেলেন না আর ম্যানইউ ১০ বছর ধরে ফুটবলার ধরে রাখতে পারে না।
ফার্গুসন বলেন, ‘আমি নিশ্চিত ম্যানইউর জার্সি গায়ে রুনি যা করেছে, তা আর অন্য কেউ করতে পারবে। কারণ, আধুনিক ফুটবলে ১০ বছর ধরে ফুটবলার ধরে রাখা ক্লাবগুলোর জন্য কঠিন হয়ে পড়েছে।’ ফার্গুসন মনে করেন, অন্তত ১০ বছর রুনির রেকর্ডটা অক্ষত থাকবে।