মাহমুদউল্লাহর ঝড়ো ব্যাটিংও জেতাতে পারল না কোয়েটাকে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/02/16/photo-1487217023.jpg)
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ অভিষেক হলো মাহমুদউল্লাহ রিয়াদের। কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে ব্যাট হাতে ২০ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন বাংলাদেশি এই ব্যাটসম্যান। তবে দলকে জেতাতে পারেননি জাতীয় দলের ব্যাটিং ম্তম্ভ খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। ইংলিশ ব্যাটসম্যান স্যাম বিলিংসের হাফ সেঞ্চুরির কাছে হারতে হয়েছে রিয়াদের কোয়েটা গ্লাডিয়েটর্সকে। শারজায় ইসলামাবাদ ইউনাইটেডের কাছে পাঁচ উইকেটে হেরেছে মাহমুদউল্লাহর দল। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪৮ রান করে কোয়েটা গ্লাডিয়েটর্স। জবাবে ৫ বল হাতে রেখে জয় তুলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড।
শারজায় টস হেরে ব্যাট করতে নেমে আসাদ শফিক আর আহমেদ শেহজাদ ৩৫ রানের জুটিতে ভালো সূচনা পায় কোয়েটা। পঞ্চম ওভারের প্রথম বলে সামির বলে আউট হন ১৫ বলে ২৬ রান করা আহমেদ শেহজাদ। এরপর কেভিন পিটারসেন ও রিলে রুশো ফিরে গেলে চাপে পড়ে যায় বাগানের শহর খ্যাত কোয়েটা। সরফরাজ আহমেদও কিছু করতে পারেননি। মাত্র ১২ করে বিদায় নেন দলের অধিনায়ক। সরফরাজের বিদায়ের পর ৪২ বলে ৪৫ রান করা আসাদ শফিক আউট হয়ে যান। এরপর জুটি গড়েন মাহমুদউল্লাহ ও থিসারা পেরেরা। লংকান ও বেঙ্গল টাইগার মিলে ৪৬ রান যোগ করেন। ২০ বলে দুটি চার ও একটি ছয়ে ২৯ রান করেন মাহমুদউল্লাহ। এ ছাড়া ১৮ বলে ২৭ রান করেন থিসারা পেরেরা।
জবাবে উদ্বোধনী জুটিতে ইসলামাবাদের হয়ে ৩৯ রান যোগ করেন ডোয়াইন স্মিথ ও স্যাম বিলিংস। এরপর দ্রুতই স্মিথ, ব্র্যাড হাডিন ও মিসবাহ উল হককে হারিয়ে চাপে পড়ে যায় ইসলামাবাদ। তবে শেন ওয়াটসন ও স্যাম বিলিংসের ৬৩ রানের জুটিতে বেশ ভালোভাবেই জয়ের দিকে এগিয়ে যায় দলটি। শেষের দিক ওয়াটসন ও আসিফ আলীর উইকেট হারালেও বিলিংসের ৫০ বলে ৭৮ রানের ইনিংসে ৫ বল হাতে থাকতেই জয় পায় ইসলামাবাদ।
এই হারে তিন খেলায় দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মাহমুদউল্লাহর কোয়েটা গ্লাডিয়েটর্স।