সাকিবের ঝুলিতে আরেকটি রেকর্ড

এর আগে অনেক রেকর্ডই তাঁর ঝুলিতে জমা পড়েছে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মুকুটে যোগ হয়েছে আরেকটি পালক। বাঁহাতি স্পিনে তিন ফরম্যাট মিলে উইকেট সংগ্রহে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
আজ বৃহস্পতিবার কলম্বোর পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন সকালে লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথকে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরত পাঠান সাকিব। তিন ফরম্যাট মিলে এখন তাঁর উইকেট সংগ্রহ হয়েছে ৪৫৯টি।
অবশ্য কাকতালীয়ভাবে এই উইকেটটিই সাকিবকে উঠিয়ে দিয়েছে রঙ্গনা হেরাথের ওপরে। সব ফরম্যাটে ১৬৮টি ম্যাচ খেলা হেরাথের উইকেটসংখ্য ৪৫৮টি।
তিন ফরম্যাট মিলে সবার ওপরে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ৪৪২টি ম্যাচ খেলে তিনি পেয়েছেন ৭০৫ উইকেট। আর দ্বিতীয় স্থানে থাকা সাকিব ২৭২টি ম্যাচ খেলে পান এই ৪৫৯ উইকেট।
কলম্বোতে সাকিব প্রথম ইনিংসে ৩৩ ওভার বল করে ৮০ রান খরচায় দুই উইকেট পান। তাঁর শিকার হয়েছেন দিকওয়েলা ও হেলাথ।