ক্রিকেট ভক্তদের জয় উৎসর্গ মুশফিকের

শততম টেস্ট জয়ে পুরো দেশ আনন্দের জোয়ারে ভাসছে। উদ্বেলিত ক্রিকেট প্রেমীরা। দেশের আপামর ক্রিকেট ভক্তদের এই এই জয় উৎসর্গ করেছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
রোববার শ্রীলঙ্কার কলম্বোয় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট এইপর্যায়ে আসার ক্ষেত্রে দর্শকদের ভূমিকা কোনো অংশে কম। তাই দেশের সব ক্রিকেট ভক্তকে এই জয় উৎসর্গ করেছি আমরা।’
এই ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথ দেখাবে বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘গত বছর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জয়টা আমাদের কাছে ছিল বিশেষ কিছু। শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়টিও বড় একটা সাফল্য। এই জয় প্রমাণ করেছে আমরা এখন বিদেশের মাটিতেও প্রভাব বিস্তার করে জিততে পারি। তাই এই জয় আমাদের আরো এগিয়ে দেবে, প্রেরণা জোগাবে।’
অবশ্য শ্রীলঙ্কাকে মোটেও দুর্বল দল ভাবেছেন মুশফিক, ‘শ্রীলঙ্কার এই দলটি বেশ শক্তিশালী। বিশেষ করে ঘরের মাঠে তারা পরাক্রমশালী। কিছুদিন আগেও তারা অস্ট্রেলিয়ার মতো দলকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে। এই দলটিকে হারানো মোটেও সহজ ছিল না।’
আজ রোববার নিজেদের শততম টেস্টে বাংলাদেশ চার উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েছে। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের নবম জয়।