ম্যাচে হেরে ‘অনাহারে’ ভারত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/19/photo-1434692315.jpg)
বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচের পর প্রথমবারের মতো ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত। ‘বিতর্কিত’ আম্পায়ারিংয়ের বলি না হলে সেই ম্যাচটা যে জিতে যেতে পারত, বাংলাদেশ যেন সেটারই প্রমাণ দিল ৭৯ রানের জয় দিয়ে। সে সঙ্গে ভারতীয় অধিনায়ক ধোনিকে পড়তে হলো সমালোচনার মুখে, বাংলাদেশের অভিষিক্ত তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে ধাক্কা দেওয়ার কারণে। সব মিলিয়ে ভারতীয় সাজঘর যে হতাশাচ্ছন্ন হয়ে পড়েছিল, তা অনুমান করাই যায়। কিন্তু তাই বলে নৈশভোজটাও করবেন না ধোনি-কোহলিরা?
কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে এমনটাই দাবি করা হয়েছে, ‘টিম ইন্ডিয়া এতটাই হতাশ হয়ে পড়ে ম্যাচ নিয়ে যে, তারা অভুক্ত থেকেই মাঠ ছাড়ে। যদিও নৈশভোজের যাবতীয় ব্যবস্থা ছিল স্টেডিয়ামে। এবং হোটেলে ফিরেও তাঁরা অভুক্ত থেকে গিয়েছেন বলে খবর।’
বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাট-বল উভয় দিক দিয়েই ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে ৩০০ রানের বেশি করে। এর পর বল হাতেও দেখায় দারুণ চমক। চার পেসারের বাংলাদেশ দল ভারতকে গুটিয়ে দেয় ২২৮ রানে।
ভারতের ব্যাটিংয়ের সময় ধোনির সঙ্গে ধাক্কা খেয়ে মাঠের বাইরেই ছিটকে গিয়েছিলেন মুস্তাফিজ। বারবার রিপ্লেতে দেখা যায়, বল কোথায় যায় তা দেখার জন্য অবচেতন মনেই উইকেটের মাঝখানে দাঁড়িয়ে পড়েছিলেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নামা মুস্তাফিজ। ধোনির মতো অভিজ্ঞ ক্রিকেটার চাইলেই সংঘর্ষ এড়াতে পারতেন। কিন্তু রিপ্লে দেখে মনে হয়েছে, যেন ইচ্ছা করেই কনুইয়ের গুঁতো দিয়ে মুস্তাফিজকে সজোরে সরিয়ে দেন ভারতীয় অধিনায়ক। আর এতে একেবারে মাঠের বাইরে চলে যেতে হয় ১৯ বছরের তরুণকে। খেলার শেষ পর্যায়ে ফিরে এসে দ্বিগুণ তেজে বল করে আরো তিন উইকেট নেন বাংলাদেশ দলের এ নবীন ক্রিকেটার। অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন এই বাঁহাতি পেসার।
একদিকে মহেন্দ্র সিংহ ধোনির ধাক্কা, অন্যদিকে ভারতীয় দলের নৈশভোজ না সেরেই স্টেডিয়াম ছেড়ে বের হয়ে যাওয়া—এ দুটো বিষয় নিয়েই সরগরম হয়ে আছে ভারতীয় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।