জয়ের আশায় উদ্দীপ্ত বাংলাদেশ কোচ
প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। রোববার দ্বিতীয় ম্যাচেও সাফল্য পেলে সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে। উজ্জীবিত বাংলাদেশ কি পারবে দ্বিতীয় ম্যাচেও ভারতকে হারাতে? বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে ভারতকে ফেভারিট মানছেন ঠিকই, তবে নিজেদের জয়ের ব্যাপারেও তিনি দারুণ আশাবাদী। যদিও তাঁর মতে জিততে হলে প্রথমটির চেয়ে দ্বিতীয় ম্যাচে আরো ভালো খেলতে হবে।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘ভারত খুব শক্তিশালী দল। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে তারা মরিয়া। তাই দ্বিতীয় ম্যাচে জিততে হলে আমাদের আরো ভালো খেলতে হবে, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আরো উন্নতি করতে হবে।’
সিরিজে এখনো ভারতকে এগিয়ে রাখা বাংলাদেশ কোচের অভিমত, ‘আমি এখনো মনে করি এই সিরিজে ভারতই ফেভারিট। আমাদের চেয়ে তারা অনেক শক্তিশালী দল। তবে এটা মানতেই হবে যে আমরা এখন ভালো ক্রিকেট খেলছি।’
ভারত কতটা শক্তিশালী, হাথুরুসিংহের পরের কথাতেই তা উঠে এসেছে, ‘বাংলাদেশ সফরে ভারত পূর্ণশক্তির দল নিয়ে এসেছে। তাদের ব্যাটিং-বোলিং দুটোই নিঃসন্দেহে বিশ্বমানের। এমন দলের বিপক্ষে জয় পাওয়া সহজ নয়। যদিও প্রথম ম্যাচেই প্রমাণ করেছি যে তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে।’
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রশংসা করে হাথুরুসিংহে বলেন, ‘একটা দলকে উজ্জীবিত করতে অধিনায়কের যে ভূমিকা পালন করা উচিত মাশরাফি ঠিক সেটাই করে যাচ্ছে। তার পারফরম্যান্সেও আমরা সন্তুষ্ট।’