ধোনির দলে দুই পরিবর্তন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/24/photo-1435134141.jpg)
মিরপুরে প্রথম ওয়ানডেতে হারের পর ভারত দলে একাধিক পরিবর্তন আনা হয়েছিল। কিন্তু তাতে কাজের কাজ না হলেও শেষ ওয়ানডেতেও একই পথে হেঁটেছে ভারত। এ ম্যাচে দলে ফিরেছেন স্টুয়ার্ট বিনি ও উমেশ যাদব। এ ক্ষেত্রে প্রথম দুই ম্যাচে অনুজ্জ্বল রবীন্দ্র জাদেজা ও ভুবনেশ্বর কুমারকে বাদ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, প্রথম ম্যাচ হারের পর গোটা দলের মতো কোণঠাসা ধোনি চাইছিলেন, যেকোনো মূল্যে পরিত্রাণ পেতে। অন্তত শেষ ম্যাচটা জিতে মান বাঁচাতে চান তিনি। তাই সিরিজের দ্বিতীয় ম্যাচের মতো এ ম্যাচেও রণকৌশলে পরিবর্তন আনতে চেয়েছিলেন। বিশেষত, গত দুই ম্যাচে বাংলাদেশি পেসারদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে দলে একজন বাড়তি পেসার-অলরাউন্ডার রাখতে চেয়েছিলেন। সে ক্ষেত্রে তাঁর পছন্দ ছিল অলরাউন্ডার বিনি।
ভারত দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, স্টুয়ার্ট বিনি, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ধাওয়াল কুলকার্নি ও উমেশ যাদব।