তরুণদের কাছে আরো ভালো কিছুর প্রত্যাশা

ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়টার প্রধান কারিগর ছিলেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে আবার প্রমাণ করেছেন, কেন তিনি বিশ্বের সেরা অলরাউন্ডার। তবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে জয়ের জন্য সাকিবের মতো অন্যদেরও যে জ্বলে উঠতে হবে, সেটা মনে করিয়ে দিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।
ঢাকা টেস্টের প্রায় পুরোটাই ছিল সাকিবময়। প্রথম ইনিংসে ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলার পর দুই ইনিংসেই বল হাতে নাজেহাল করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। নিয়েছেন ১০টি উইকেট। দ্বিতীয় ইনিংসে সাকিবের অসাধারণ বোলিংয়েই প্রায় হেরে যাওয়া ম্যাচটাতে বাংলাদেশ পেয়েছিল জয়ের স্বাদ। দুই ইনিংসে দারুণ ব্যাটিং করেছিলেন দেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালও। তবে অভিজ্ঞ এই ক্রিকেটারদের ওপর খুব বেশি চাপ না বাড়িয়ে তরুণদের আরো ভালো করার আহ্বান জানিয়েছেন মুশফিক। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘তরুণদের আরো এগিয়ে আসতে হবে। সাকিব ভাই যেভাবে বোলিং করেছেন, তাইজুল বা মিরাজও যদি তেমনটা করতে পারে তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়।’
ব্যাটিংয়ের ক্ষেত্রেও মুশফিক বলেছেন একই কথা, ‘তামিম বেশ কিছুদিন ধরেই ভালো খেলছেন ধারাবাহিকভাবে। তবে প্রতি ম্যাচেই যে তিনি এরকম সফলতা পাবেন, তেমনটা তো নাও হতে পারে। তখন যেন অন্যরা দায়িত্ব নিয়ে খেলতে পারে, তেমন প্রত্যাশা করছি।’
ঢাকায় সিরিজের প্রথম টেস্টে ব্যাটিংয়ে নজর কেড়েছেন সাকিব আর তামিম। দুই ইনিংসেই অর্ধশতক করেছিলেন তামিম। আর দ্বিতীয় ইনিংসে মুশফিক খেলেছিলেন ৪১ রানের ধৈর্যশীল ইনিংস। এ ছাড়া ব্যাট হাতে আর সেভাবে জ্বলে উঠতে পারেননি কেউই। আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে যদি সাব্বির-সৌম্য-ইমরুলরাও জ্বলে উঠতে পারেন, তাহলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা যে আরো বহুগুণে বেড়ে যাবে, তা বলাই বাহুল্য।