হকিতে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বড় হারের ক্ষতটা এখনো তাজা। ৭-০ গোলের হারের সেই হতাশা ভুলতে না ভুলতেই আজ আরেক পরাশক্তি ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। পাকিস্তানের বিপক্ষে বড় হারের পর ভারতের বিপক্ষে অন্তত ভালো খেলার প্রত্যাশা করছে লাল-সবুজের দল।
প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানের চেয়েও শক্তিশালী ভারত। র্যাংকিং বলছে, বিশ্ব হকিতে ভারতের অবস্থান ৬ নম্বরে। বাংলাদেশ রয়েছে ৩৪তম স্থানে। অসম শক্তির প্রতিপক্ষের বিপক্ষে জিমিরা কতটুকু প্রতিরোধ গড়তে পারেন, সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশ দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি অবশ্য ভারতের বিপক্ষে ভালো খেলার বিষয়ে যথেষ্ট প্রত্যয়ী। তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি আমরা। সেই ম্যাচের ভিডিও দেখেছি আমরা। দুর্বলতার জায়গাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। আশা করছি, ভারতের বিপক্ষে ভালো খেলব আমরা।’
ভারতের অতশত চিন্তা করার সময় নেই। প্রথম ম্যাচে জাপানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সরদার সিংয়ের দল। বাংলাদেশের বিপক্ষেও সহজ জয়টাই চাইবে দেশটি। দলের প্রধান কোচ বলেন, ‘প্রথম ম্যাচে প্রত্যাশামতো খেলতে পারিনি আমরা। ছেলেরা এর চেয়ে অনেক ভালো খেলে থাকে। আশা করছি, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ছন্দে ফিরবে দল। মাঠে পরিকল্পনামতো খেললে এই ম্যাচে জয় না পাওয়ার কোনো কারণ দেখছি না আমি।’