ইনিংস ব্যবধানে হারল ‘এ’ দল

প্রথমে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হার। তার পর প্রথম তিন দিনের ম্যাচে কর্ণাটকের কাছে ৪ উইকেটের পরাজয়। ভারত সফরে শেষ ম্যাচেও ব্যর্থতায় বেদনায় নীল বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় তিন দিনের ম্যাচে ভারত ‘এ’ দলের কাছে মুমিনুল-নাসিরদের হারের ব্যবধান বেশ বড়ই—এক ইনিংস ও ৩২ রানে। ২৪তম জন্মদিনে অর্ধশতক করলেও হারের লজ্জা এড়াতে পারেননি ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল।
মঙ্গলবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের শেষ দিনে বাংলাদেশের প্রথম লক্ষ্য ছিল প্রথম ইনিংসের ১৮৩ রানের ঘাটতি কাটিয়ে যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। ২ উইকেটে ৩৬ রান নিয়ে ব্যাট করতে নেমে ‘এ’ দলের শুরুটা ভালোই হয়েছিল। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হক ও লিটন দাস আস্থার সঙ্গেই খেলছিলেন।
তবে তৃতীয় উইকেট জুটিতে ৬১ রান ওঠার পর ছন্দপতন। ইনিংসের ২০তম ওভারের তৃতীয় বলে ৩৮ রান করা লিটনকে বোল্ড করেন পেসার ঈশ্বর পান্ডে। সেই ওভারের পঞ্চম বলে প্রথম ইনিংসে অপরাজিত ১২২ রান করা সাব্বির রহমানও (০) এলবিডব্লিউ।
তিন ওভার পর আবার জোড়া ধাক্কা। ২৩তম ওভারের প্রথম বলে নাসির হোসেনকে (১) বোল্ড করার পর পঞ্চম বলে শুভাগত হোমকেও (০) ফিরিয়ে দিয়েছেন স্বাগতিকদের আরেক পেসার অভিমন্যু মিঠুন। ২ উইকেটে ৮২ রান থেকে ‘এ’ দল তখন ৮৭ রানে ৬ উইকেট হারিয়ে মহাবিপদে।
মুমিনুল অবশ্য দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করেছিলেন। কিন্তু অধিনায়ক ৫৪ রান করে ফিরে যাওয়ার পর আর পেরে ওঠেনি বাংলাদেশ। সাকলাইন সজীব (২১) আর শফিউল ইসলাম (অপরাজিত ১৩) অনেক চেষ্টা করলেও ইনিংস হার এড়ানো যায়নি। মধ্যাহ্ন-বিরতির আগেই ‘এ’ দলের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেছে ১৫১ রানে।
বুধবার ‘এ’ দলের ঢাকায় ফেরার কথা।