বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সোহান

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। সিলেটে আগামীকাল সোমবার (৫ মে) থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে, চূড়ান্ত করা হয়নি অধিনায়কের নাম।
আজ ম্যাচের আগের দিন জানা গেল অধিনায়কের নাম। এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। ‘এ’ দলের কোচ মিজানুর রহমান বাবুল গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান সোহানের কথা। পাশাপাশি ভালো খেলার দিকে নজর দিয়েছেন তিনি।
মিজানুর রহমান বলেন, ‘অধিনায়ক আগে থেকেই চূড়ান্ত ছিল। নুরুল হাসান সোহানই অধিনায়ক। এই সিরিজে আমরা চাই ভালো ক্রিকেট খেলতে। দেশকে এগিয়ে নিতে চাই।’
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল। পরের দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭ ও ১০ মে। ওয়ানডে শেষে দুটি চারদিনের টেস্টে অংশ নেবে দুদল। প্রথমটি ১৪ মে সিলেটে শুরু হবে। শেষ ম্যাচ হবে ঢাকায়, ২১ মে।
বাংলাদেশ ‘এ’ দল :
নুরুল হাসান সোহান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।