আল-আমিনের বিদায়ে হতাশ হিথ স্ট্রিক

বিশ্বকাপে শুরুটা ভালো হলেও ‘আল-আমিন কাণ্ড’ নিয়ে স্বস্তিতে নেই বাংলাদেশ দল। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন অবশ্য আশাবাদী, বিষয়টা পেশাদার মনোভাব দিয়ে দেখে খেলায় মনোযোগ দেবেন মাশরাফি-সাকিবরা। তবে আল-আমিনের বিদায়ে দলের ক্ষতির কথা স্বীকার করে হতাশা প্রকাশ করেছেন বোলিং কোচ হিথ স্ট্রিক।
গত ১৯ ফেব্রুয়ারি ব্রিসবেনে দলের নিয়মভঙ্গ করে প্রায় দুই ঘণ্টা পর হোটেলে ফেরার অভিযোগে দেশে ফিরতে হচ্ছে আল-আমিনকে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। তবে এই ডানহাতি পেসার দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জানিয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হিথ স্ট্রিকের মন্তব্য, ‘আল-আমিন এভাবে চলে যাওয়ায় সত্যিই আমরা হতাশ। বাঁ-হাতি ব্যাটসম্যানদের বিপক্ষে ওর রেকর্ড ভালো। আমরা এটা মিস করব।’
আল-আমিনের জায়গায় সুযোগ পাওয়া শফিউল ইসলাম মেলবোর্নে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন। পেস আক্রমণে মাশরাফি-তাসকিন-রুবেলদের সঙ্গে শফিউলকে পেয়ে বাংলাদেশের বোলিং কোচের আশাবাদ, ‘আমাদের দলে মাশরাফি, রুবেল, তাসকিনের মতো সফল বোলার আছে। এদের সঙ্গে যোগ দিচ্ছে শফিউল। আমি আত্মবিশ্বাসী, সামনের ম্যাচগুলোতে তারা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবে।’
আগামী বৃহস্পতিবার মেলবোর্নে বাংলাদেশের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।